পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad on TMC Leader murder : বাংলার মাথা নীচু করার চেষ্টা চলছে, রামপুরহাটে পৌঁছে অভিযোগ ফিরহাদের - Firhad Hakim claims Rampurhat incident is conspiracy to defame Bengal govt

তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম । বেসরকারি মতে 12 জনের মৃত্যু হয়েছে ৷ এদিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রতিনিধিদল ঘটনাস্থল ঘুরে দেখে । ফিরহাদ হাকিম বলেন, "এটা একটা চক্রান্ত ৷ বাংলার মাথা নীচু করার চেষ্টা চলছে (Firhad Hakim visits Rampurhat after TMC Leader death) ৷"

Firhad Hakim in Rampurhat
ফিরহাদ হাকিম বলেন, ‘‘এটা একটা চক্রান্ত ৷ বাংলার মাথা নীচু করার চেষ্টা চলছে ৷’’

By

Published : Mar 22, 2022, 5:20 PM IST

Updated : Mar 22, 2022, 6:00 PM IST

রামপুরহাট, 22 মার্চ : তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম । মঙ্গলবার সকালে মৃত উপপ্রধানের অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে ৷ জ্বালিয়ে দেওয়া হয় একাধিক ঘর-বাড়ি ৷ ঘটনায় এখনও পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন ফিরহাদ হাকিম, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ (Firhad Hakim visits Rampurhat after TMC Leader death) ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রতিনিধিদল ঘটনাস্থল ঘুরে দেখে । রামপুরহাট মেডিক্যাল কলেজে গিয়ে অগ্নিদগ্ধদের সঙ্গে দেখা করেন তাঁরা ৷ ঘুরে দেখেন বগটুই গ্রামের অগ্নিদগ্ধ বাড়িগুলি ৷ কথা বলেন নিহত তৃণমূল নেতা ভাদু শেখের স্ত্রীর সঙ্গেও ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, "এটা একটা চক্রান্ত ৷ বাংলার মাথা নীচু করার চেষ্টা চলছে ৷ সিট গঠন করা হয়েছে ৷ তদন্ত শেষ হলেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে ৷ দোষীরা যেই দলেরই হোক, কাউকে ছাড়া হবে না ৷ আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷ সে সিপিআইএম হোক, বিজেপি হোক বা তৃণমূল, কড়া ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ হতে দিন, জল-দুধ আলাদা হয়ে যাবে ৷’’

অন্যদিকে, এই ঘটনায় বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন ডিজি মনোজ মালব্য ৷ ঘটনার পরেই ক্লোজ করা হয়েছে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ৷ অপসারিত এসডিপিও সায়ন আহমেদ ৷ ঘটনার পরপরই বীরভূমে সিআইডির বিশেষ দল রওনা হয়েছে । ঘটনা তদন্ত করছেন ডিআইজি সিআইডি অপারেশন মিরাজ খালেদ ।

আরও পড়ুন : পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুর প্রতিবাদে বগটুই গ্রামে জ্বলল বাড়ি, মৃত কমপক্ষে 12

তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম । জ্বালিয়ে দেওয়া হয় প্রায় 10টি বাড়ি ৷ সেই অগ্নিসংযোগের ঘটনায় অন্ততপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে বগটুই গ্রামে(Several died as houses set on fire in Rampurhat after TMC Leader Killed) ৷ যদিও পুলিশের দাবি সংখ্যাটা 8 ৷

Last Updated : Mar 22, 2022, 6:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details