পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোলপুরে শক্তি পরীক্ষার পদযাত্রা তৃণমূলের, প্রস্তুতি তুঙ্গে - Mamata Banerjee rally

29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলো মাঠ থেকে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারই প্রস্তুতি চলছে জোর কদমে । ডাকবাংলো মাঠ ঘুরে দেখলেন পুলিশ কর্তারা । যে রাস্তা দিয়ে পদযাত্রা করার কথা রয়েছে তার দুধারে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হচ্ছে ।

Mamata Banerjee in Bolpur
বোলপুরের ছবি

By

Published : Dec 26, 2020, 5:20 PM IST

Updated : Dec 26, 2020, 6:10 PM IST

বোলপুর, 26 ডিসেম্বর : দু'দিনের সফরে বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারই প্রস্তুতি চলছে জোর কদমে । 28 ডিসেম্বর প্রশাসনিক বৈঠক করবেন তিনি । 29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলো মাঠ থেকে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই একই পথে রোড শো করেছিলেন অমিত শাহ । এছাড়া অন্যান্য কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রীর । তারই আগে আজ ডাকবাংলো মাঠ ঘুরে দেখলেন পুলিশ আধিকারিকরা । রাস্তার দু'ধারে লাগানো হচ্ছে ব্যারিকেড ।

20 ডিসেম্বর বোলপুরে বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিত শাহ । এরপর বোলপুরে ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত রোড শো । রোড শো ঘিরে ছিল কর্মী-সমর্থক-অনুগামীদের উপচে পড়া ভিড় । রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, বোলপুরের মতো জায়গা যা কি না একেবারে অনুব্রত মণ্ডলের খাসতালুক, সেখানে পদ্ম ফোটার এই ছবিতে স্বাভাবিকভাবেই বেশ অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল । সেই অস্বস্তির কথা খুব বেশিক্ষণ চাপা থাকেনি তৃণমূল শিবিরে । অমিত শাহ-র রোড শোয়ের পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, বোলপুরে ওই একই জায়গায় পদযাত্রা করবেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে ডাকবাংলো মাঠ ঘুরে দেখলেন পুলিশ কর্তারা

28 ডিসেম্বর তিনি বোলপুরে আসবেন । প্রথমেই একটি সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । পরে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন । বিকেলের দিকে শান্তিনিকেতন সংলগ্ন কোনও একটি গ্রামে বঙ্গধ্বনি যাত্রা করার কথা রয়েছে তাঁর । বোলপুর সফরের দ্বিতীয় দিনের গোটাটাই থাকছে রাজনৈতিক কর্মকাণ্ডে ঠাসা ।

আরও পড়ুন : বাসুদেব বাউলের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন অনুব্রত

29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো । থাকবেন অনুব্রত মণ্ডল-সহ দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিং । মুখ্যমন্ত্রীর এই পদযাত্রায় থাকবে প্রায় এক হাজার বাউল শিল্পী । উপস্থিত থাকবেন বাসুদেব দাস বাউলও ।

কেন অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করা হল ? কেন পৌষমেলা বন্ধ হল ? কবিগুরু রবীন্দ্রনাথকে বিভিন্ন ভাবে অবমাননার ইস্যুতে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর এই দু'দিনের সফরে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে । জোর কদমে চলছে প্রস্তুতি । এদিন ডাকবাংলো মাঠ ঘুরে দেখেন পুলিশ কর্তারা । যে রাস্তা দিয়ে পদযাত্রা করার কথা রয়েছে তার দুধারে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হচ্ছে । লাগানো হচ্ছে ব্যানার-পোস্টার ।

Last Updated : Dec 26, 2020, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details