পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমে বাধা পেয়ে বাবাকে গাড়িতে পিষে মারল নব বিবাহিতা মেয়ে, সঙ্গী প্রেমিক! - বাবাকে গাড়িতে পিষে মারল নব বিবাহিতা মেয়ে

Father Killed: অষ্টমঙ্গলায় এসে বাবাকে গাড়ি চাপা দিয়ে পিষে মারল নববিবাহিতা মেয়ে ও তার প্রাক্তন প্রেমিক ৷ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মেয়ে ও প্রেমিকের বিরুদ্ধে ৷ বর্তমানে পলাতক তারা ৷

প্রেমে বাধা পেয়ে বাবাকে গাড়িতে পিষে মারল নব বিবাহিতা মেয়ে
Old Man Died

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 3:36 PM IST

Updated : Dec 25, 2023, 4:16 PM IST

বোলপুর, 25 ডিসেম্বর: প্রেমে বাধা দেওয়ায় বাবাকে গাড়ির তলায় পিষে মারার অভিযোগ সদ্য বিবাহিতা মেয়ে ও প্রেমিকের বিরুদ্ধে। সোমবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানা এলাকায় ৷ এমন কাণ্ড ঘটিয়ে পলাতক মেয়ে ও তার প্রেমিক ৷ ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

বীরভূম জেলার বোলপুর থানা এলাকাতেই বাড়ি ওই মেয়ে ও প্রেমিকের। অভিযোগ, দু'জনের মধ্যে দীর্ঘদিন প্রণয় সম্পর্ক ছিল। কিন্তু, মেয়ের বাবা-মা সেই সম্পর্কে রাজি ছিলেন না। তাই মেয়েকে বুঝিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন। সেই বিয়েতে রাজিও হয়েছিল মেয়ে। বিয়ের 8 দিনের মাথায় মেয়ে বাবার বাড়িতে আসে। প্রেমিকার আসার খবর পায় প্রেমিক ৷ তারপরেই চারচাকা গাড়ি নিয়ে মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে সে।

আজ, হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের গাড়িতে উঠে পড়ে ওই নববিবাহিতা। বাবা, মা তা জানতে পেরে গাড়ির সামনে চলে আসে। প্রেমিক-প্রেমিকাকে গাড়ি করে নিয়ে পালানোর চেষ্টা করলে বাবা-মা প্রতিবাদ করে। কিন্তু প্রেমিক মেয়ের বাবার উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে প্রেমিকার বাবা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। মেয়ের পরিবারের অভিযোগ, মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়েছে ওই ছেলেটি ৷ নতুন জামাই এখনও বাড়িতে। প্রতিবাদ করতে গেলে মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে সে। আমরা এই ঘটনায় কঠোর শাস্তি চাই। পুলিশ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মেয়ের মা বলেন, "মেয়ে ও প্রেমিক মিলে গাড়ি চাপা দিয়ে দিল আমার স্বামীকে ৷ ওদের শান্তি চাই ৷"

আরও পড়ুন:

  1. প্রেমে বাধা চলবে না! বাবাকে গাড়ি চাপা দিয়ে খুন নববিবাহিতা মেয়ে ও প্রেমিকের
  2. পণে বিএমডব্লিউ দাবি প্রেমিকের পরিবারের, বিয়ে ভাঙতেই আত্মহত্যা চিকিৎসক পাত্রীর
  3. পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ, দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা মায়ের প্রেমিকের
Last Updated : Dec 25, 2023, 4:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details