রামপুরহাট, 6 নভেম্বর : বাড়িতে মজুত থাকা বোমা ফেটে গুরুতর জখম বাবা ও ছেলে । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে । স্থানীয় সূত্রে জানা গেছে, জখমদের নাম পটল শেখ, ইসমাইল শেখ ।
আজ দুপুরে রামপুরহাটের বগটুই গ্রামের পুর্বপাড়ায় পটল শেখের বাড়িতে বোমা ফাটার আওয়াজ পান গ্রামবাসীরা । প্রতিবেশী গিয়ে দেখে বোমার আঘাতে জখম হয়েছে পটল শেখ ও তাঁর ছেলে । তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকটি বোমা একসঙ্গে ফাটে । তবে আর কেউ জখম হয়েছে কীনা সে বিষয়ে এখনও সঠিক তথ্য পুলিশের কাছে নেই । রামপুরহাট থানার এই বগটুই গ্রামে প্রায়সই বোমা ফেটে জখম বা নিহতের খবর আসে । অভিযোগ, এই গ্রামের বোমা, বারুদ বিক্রির ব্যবসা করে বেশ কয়েক জন গ্রামবাসী । প্রায়সই ঘরের মধ্যে বোমা বাঁধার কাজে চলে ।
2012 সালে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ফলে একদিনে 8 জন প্রাণ হারায়। যারা বেশির ভাগই ছিল কলেজ পড়ুয়া । এরপর 2018 সালে ফের বোমা বাঁধতে গিয়ে জখম হয় 5 জন । গ্রামে প্রায়ই পুলিশ তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করে ।