রামপুরহাট, 6 অগস্ট:আবারও বীরভূম থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার ৷ শনিবার মধ্যরাতে রামপুরহাট থানার বনহাট পঞ্চায়েতের রদিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই সমস্ত বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয় । তারপরই সেখান থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয় ৷ এই ঘটনায় জড়িত সন্দেহ এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণে অবৈধ বিস্ফোরক মজুত করেছিল, তা জানতে তদন্তে শুরু করেছেন রামপুরহাট থানার আধিকারিকরা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে রামপুরহাট 1 নম্বর ব্লকের রদিপুর গ্রামের মাঠের ধারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে 60টি পেটিতে রাখা প্রায় 12 হাজার পিস জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ । এর আগেও কয়েক বছরে বেশ কয়েকবার রদিপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে । পুলিশের প্রাথমিক ধারণা, এই অবৈধ বিস্ফোরকগুলি পাথর খাদানে ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে গোপন রাস্তা দিয়ে এই বিস্ফোরকগুলি ঝাড়খণ্ডে পাচার করা হয়ে থাকে । বীরভূম-ঝাড়খণ্ড সীমানায় প্রচুর অবৈধ পাথর খাদান রয়েছে। পুলিশের অনুমান, ওইসব পাথর খাদানগুলিতেই ব্যবহার হয় এই বিস্ফোরকগুলি ।