বোলপুর, 6 জানুয়ারি: প্রায় 40 বছর আগে রায়পুর রাজবাড়িতে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমিদের নিয়ে খণ্ডহর চলচ্চিত্রের শ্যুটিং করেছিলেন প্রখ্যাত পরিচালক মৃণাল সেন । জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁরই দুষ্প্রাপ্য 26টি ছবির প্রচারপত্রের প্রতিলিপি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হল বোলপুরের অদূরে রায়পুর গ্রামে ৷ পাশাপাশি খণ্ডহর ছবিটিও দেখানো হয় ৷ রায়পুর যুব সংঘ ও জীবনস্মৃতি আর্কাইভের যৌথ উদ্যোগে পুরনো স্মৃতি ফিরে পান গ্রামের প্রবীণরা ৷ মৃণাল সেনকে শ্যুটিংটি করতে সহযোগিতা করার স্মৃতিচারণ করলেন তাঁরা ।
প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষ নিয়ে দেশজুড়ে বিভিন্ন জায়গায় উন্মাদনা তুঙ্গে । কিন্তু, একটি গ্রামে যেহেতু তিনি শ্যুটিং করেছিলেন, তাই তাঁকে স্মরণ করে গ্রামবাসীদের শ্রদ্ধা নিবেদন যেন অন্য মাত্রা পেল ৷ বোলপুর শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে রায়পুর গ্রাম ৷ এই গ্রামেই রয়েছে রায়পুর রাজবাড়ি বা জমিদার বাড়ি ৷ রায়পুরের জমিদারদের দেওয়া জমিতেই আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তিনিকেতন গড়ে উঠেছে ৷
প্রেমেন্দ্র মিত্রের একটি ছোট গল্প অবলম্বনে এই ভগ্নপ্রায় জমিদার বাড়িতে অভিনেতা নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, অভিনেত্রী শাবানা আজমিদের নিয়ে 'খণ্ডহর' চলচ্চিত্রের শ্যুটিং করেছিলেন প্রখ্যাত পরিচালক মৃণাল সেন। আজ থেকে প্রায় 40 বছর আগে এই শ্যুটিং হয় ৷ সেই সময় গ্রামের যুবকেরা চলচ্চিত্রের শ্যুটিংয়ে নানা ভাবে সহযোগিতা করেছিলেন । খুব কাছ থেকে মিশেছিলেন পরিচালকের সঙ্গে ৷ আজ সেই নবীনেরা প্রবীণ । তাই মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে উদ্যোগী হলেন রায়পুর যুব সংঘ ও হুগলির উত্তরপাড়ার জীবনস্মৃতি আর্কাইভ ।
রাজবাড়ির কাছেই পরিচালক মৃণাল সেনের 28টি দুষ্প্রাপ্য ছবির মধ্যে 26টি ছবির প্রচারপত্রের প্রতিলিপি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় গ্রামে ৷ যে স্থানে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেটি সংস্কার করতেও অর্থ দিয়ে গিয়েছেন মৃণাল সেন । পাশাপাশি, 'খণ্ডহর' ছবিটি প্রদর্শিত হয় ৷