পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

40 বছর আগের শ্যুটিং স্থলে প্রদর্শনী, মৃণাল সেনকে জন্মশতবর্ষে অনন্য শ্রদ্ধা বীরভূমবাসীর - Mrinal Sen Exhibition

Mrinal Sen Exhibition: 40 বছর আগে বোলপুরের অদূরে রায়পুর রাজবাড়িতে খণ্ডহর ছবির শ্যুটিং করেছিলেন মৃণাল সেন ৷ তাঁর জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করলেন রায়পুরের বাসিন্দারা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 4:07 PM IST

মৃণাল সেনকে জন্মশতবর্ষে অনন্য শ্রদ্ধা বীরভূমবাসীর

বোলপুর, 6 জানুয়ারি: প্রায় 40 বছর আগে রায়পুর রাজবাড়িতে নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমিদের নিয়ে খণ্ডহর চলচ্চিত্রের শ্যুটিং করেছিলেন প্রখ্যাত পরিচালক মৃণাল সেন । জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁরই দুষ্প্রাপ্য 26টি ছবির প্রচারপত্রের প্রতিলিপি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হল বোলপুরের অদূরে রায়পুর গ্রামে ৷ পাশাপাশি খণ্ডহর ছবিটিও দেখানো হয় ৷ রায়পুর যুব সংঘ ও জীবনস্মৃতি আর্কাইভের যৌথ উদ্যোগে পুরনো স্মৃতি ফিরে পান গ্রামের প্রবীণরা ৷ মৃণাল সেনকে শ্যুটিংটি করতে সহযোগিতা করার স্মৃতিচারণ করলেন তাঁরা ।

প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষ নিয়ে দেশজুড়ে বিভিন্ন জায়গায় উন্মাদনা তুঙ্গে । কিন্তু, একটি গ্রামে যেহেতু তিনি শ্যুটিং করেছিলেন, তাই তাঁকে স্মরণ করে গ্রামবাসীদের শ্রদ্ধা নিবেদন যেন অন্য মাত্রা পেল ৷ বোলপুর শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে রায়পুর গ্রাম ৷ এই গ্রামেই রয়েছে রায়পুর রাজবাড়ি বা জমিদার বাড়ি ৷ রায়পুরের জমিদারদের দেওয়া জমিতেই আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তিনিকেতন গড়ে উঠেছে ৷

প্রেমেন্দ্র মিত্রের একটি ছোট গল্প অবলম্বনে এই ভগ্নপ্রায় জমিদার বাড়িতে অভিনেতা নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, অভিনেত্রী শাবানা আজমিদের নিয়ে 'খণ্ডহর' চলচ্চিত্রের শ্যুটিং করেছিলেন প্রখ্যাত পরিচালক মৃণাল সেন। আজ থেকে প্রায় 40 বছর আগে এই শ্যুটিং হয় ৷ সেই সময় গ্রামের যুবকেরা চলচ্চিত্রের শ্যুটিংয়ে নানা ভাবে সহযোগিতা করেছিলেন । খুব কাছ থেকে মিশেছিলেন পরিচালকের সঙ্গে ৷ আজ সেই নবীনেরা প্রবীণ । তাই মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে উদ্যোগী হলেন রায়পুর যুব সংঘ ও হুগলির উত্তরপাড়ার জীবনস্মৃতি আর্কাইভ ।

রাজবাড়ির কাছেই পরিচালক মৃণাল সেনের 28টি দুষ্প্রাপ্য ছবির মধ্যে 26টি ছবির প্রচারপত্রের প্রতিলিপি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় গ্রামে ৷ যে স্থানে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেটি সংস্কার করতেও অর্থ দিয়ে গিয়েছেন মৃণাল সেন । পাশাপাশি, 'খণ্ডহর' ছবিটি প্রদর্শিত হয় ৷

রায়পুর যুব সংঘের সভাপতি বাদল সিংহ বলেন, "এই ভগ্ন বাড়িতেই শ্যুটিং হয়েছিল ৷ আমরা তখন যুবক ৷ তখন বুঝতাম না মৃণাল সেন এত বড় মাপের মানুষ । আমরা শ্যুটিংয়ের জন্য সমস্ত সহযোগিতা করেছি । মৃণাল সেন আমাদের সঙ্গে প্রবীণ বন্ধুর মতো মিশে গিয়েছিলেন ৷ বহু স্মৃতি রয়েছে এখানে ।"

জীবনস্মৃতি আর্কাইভের কিউরেটর অরিন্দম সাহা সর্দার বলেন, "মৃণাল সেনের 26টি প্রচারপত্র প্রদর্শন হয়েছে । মানুষ খুবই উৎসাহিত । আমরা পরিচালকের সমস্ত কিছু সংগ্রহ করে রাখি ।"

প্রদর্শনীর আয়োজক তথা রায়পুর গ্রামের বাসিন্দা অঙ্কুশ দাস বলেন, "মৃণাল সেন একটা স্পর্ধার নাম ৷ তিনি এই গ্রামে চলচ্চিত্রের শ্যুটিং করেছেন ৷ তাঁকে নিয়ে অনেক স্মৃতি রয়েছে । তাই গ্রামবাসীরা খুব উৎসাহিত ।"

আরও পড়ুন:

  1. পাওলির 'কালবেলা' দেখে মুগ্ধ হন মৃণাল সেন, 'পালান' ছবিতে কিংবদন্তিকে শ্রদ্ধা অভিনেত্রীর
  2. 'তুমি তো বাতিল' প্রথমেই বলেন মৃণাল সেন! 'মৃগয়া' ছবি নিয়ে নস্টালজিক মিঠুন
  3. শতবর্ষে মৃণাল সেন, ফিরে দেখা তাঁর কালজয়ী কিছু ছবি

ABOUT THE AUTHOR

...view details