শান্তিনিকেতন, 22 ফেব্রুয়ারি :"গুরুদেবের সময়েও যে সোনার বিশ্বভারতী ছিল তা নয় । তখনও শয়তানের আবেশ ছিল ।" আন্তর্জাতিক ভাষা দিবসে রতনপল্লির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ।
বারবার বিভিন্ন অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করতে দেখা গিয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে । এবারও তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হল ৷ গতকাল বিশ্বভারতীর রতনপল্লির রামকিঙ্কর মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ছিল ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বলেন, "আমি যে কথাগুলি, সমস্যাগুলি বলি, তার জন্য অনেকেই আমার সমালোচনা করেন ৷ কিন্তু, এই প্রত্যেকটা কথা আমার কথা নয় ৷ গুরুদেবও তখন ভেবেছিলেন । অর্থাৎ গুরুদেবের সময়েও যে সবটা সোনার বিশ্বভারতী ছিল তা নয় ৷ সেই সময়েও ছল-চাতুরি, শয়তানের আবেশ ছিল ।"
তিনি আরও বলেন, "সেই সমস্ত আবেশ দূর করে গুরুদেব বিশ্বভারতীকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন । আমাদের নৈতিক দায়িত্বগুলিকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই ধরনের অনুষ্ঠান । তাই আমরা যেটা করছি, তার সঙ্গে গুরুদেবের ভাবনার কোনও অন্তরায় নেই ।"