পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ETV ভারতের প্রতিবেদনের জের, রাতের বোলপুরে কড়া পুলিশি নজরদারি

কয়েকদিন আগেও বোলপুরের রাস্তা কার্যত সুনসান থাকত । ছিল না কোনও পুলিশি নজরদারি । ETV ভারত সেই ছবিই প্রকাশ করে । এরপর রাতের বোলপুরে পুলিশি নজরদারি বাড়ানো হয় ।

bolpur
বোলপুর, নিজস্ব ছবি

By

Published : Sep 22, 2020, 4:01 PM IST

বোলপুর, 22 সেপ্টেম্বর : বোলপুর-শান্তিনিকেতনে রাতের ছবি এখন অন্যরকম । বিভিন্ন রাস্তায় মোতায়েন হয়েছে পুলিশ । মোবাইল ভ্যান এবং বাইকে পুলিশি টহলদারি চলছে । তবে কয়েকদিন আগেও বোলপুরের রাস্তা রাত হলেই সুনসান হয়ে যেত । চুরি-ছিনতাই বারবার হলেও কোনও পুলিশি নিরাপত্তা ছিল না । ETV ভারতের প্রতিবেদনে সেই ছবি তুলে ধরা হয় । এরপরেই পুলিশি নিরাপত্তা ও টহলদারির ছবি ধরা পড়ল রাতের বোলপুরে ।

কয়েকদিন আগেও বোলপুর-শান্তিনিকেতন রাতে কেমন ছিল ?

রাতের বেলায় রাস্তা কার্যত সুনসান । ছিল না পুলিশকর্মী বা আধিকারিক । পুলিশি নিরাপত্তার অভাবেই একের পর এক চুরি-ছিনতাই চলছিল । বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতেও পুলিশি নিরাপত্তার অভাব উল্লেখ করে । বিশ্বভারতীর বহু সামগ্রী পুলিশি নিরাপত্তার অভাবে চুরি গিয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল ।

এরপরই রাতের বোলপুর কতটা নিরাপদ খতিয়ে দেখে ETV ভারত । শহরের কোনও রাস্তায় দেখা যায়নি পুলিশ । বোলপুর থানা, শান্তিনিকেতন থানা, SDPO অফিস, মহকুমা শাসকের দপ্তরসহ অন্য স্থানেও দেখা মেলেনি পুলিশকর্মীদের ।

বোলপুরে পুলিশি নজরদারি

এখন পরিস্থিতি কেমন ?

ETV ভারতের প্রতিবেদনের জেরে বোলপুর-শান্তিনিকেতনে রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ । কর্মরত সিভিক ভলান্টিয়ারও । বাইকে পুলিশি টহল চলছে । একইসঙ্গে মোবাইল ভ্যানেও নজরদারি চলছে ।

কী পরিস্থিতি বোলপুরে ?

রাতে বোলপুরের নিরাপত্তা ব্যবস্থা কেমন ? ঘুরে দেখল ETV ভারত

শান্তিনিকেতন রোড, সাদা রেল পুল, চিত্রার মোড় মোতায়েন হয়েছে পুলিশ । প্রান্তিক রাস্তা, সোনাঝুরি মোড়, শ্রীনিকেতন রোড, চৌরাস্তাসহ বোলপুর-শান্তিনিকেতন থানার সামনেও চলছে পুলিশি নজরদারি । এখন রাতের শহরে জোরদার নিরাপত্তা । টহল দিচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details