পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোপাই-অজয় বাঁচাতে মামলার পথে পরিবেশকর্মী সুভাষ দত্ত - কোপাই-অজয় বাঁচাতে মামলার পথে পরিবেশকর্মী সুভাষ দত্ত

আজ অজয় নদ ও কোপাই নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত । এই দুটি নদী বাঁচাতে পরিবেশ আদালত বা কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছেন তিনি ।

সুভাষ দত্ত
সুভাষ দত্ত

By

Published : Jul 6, 2021, 3:19 PM IST

ইলামবাজার, 6 জুলাই : কোপাই ও অজয় নদের পাড় জমি মাফিয়াদের দৌরাত্ম্যে দখল হয়ে যাচ্ছে । ইটিভি ভারতে প্রথম এই খবর প্রকাশিত হয় ৷ সেই খবরের জেরে নদী বাঁচাতে এবার পরিবেশ আদালতের দ্বারস্থ হতে চলেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত । আজ তিনি অজয় নদ ও কোপাই নদীর পাড় ঘুরে দেখেন । নদী বাঁচাও আন্দোলনকারী নাট্যকর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি । দখল করা জায়গাগুলির ছবি তুলে নিয়ে যান সুভাষ দত্ত ।

তিনি বলেন, "আমাদের সভ্যতা নদীমাতৃক ৷ কিন্তু সেটাকে আমরা অসভ্যতায় পরিণত করেছি । এটা বেদনাদায়ক । ভূগোল বদলে যাচ্ছে । আজ যেখানে নদী, কাল সেখানে হয়ে যাচ্ছে রিসর্ট । আমি নদীর পাড় ঘুরে দেখলাম । অজয়-কোপাই বাঁচাতে আমি পরিবেশ আদালত বা হাইকোর্টে যাব । আশা করছি একটা ফল পাব ।"

জমি মাফিয়াদের দৌরাত্ম্য ও প্রভাবশালী তৃণমূল নেতাদের মদতে কার্যত বিক্রি হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কোপাই নদী । এমনই অভিযোগ তোলেন স্থানীয় আদিবাসী মানুষজন । ইটিভি ভারতে এই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন । নদী বাঁচাতে মাঠে নামে বিডিও থেকে শুরু করে সেচ দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, স্থানীয় পঞ্চায়েতের কর্তাব্যক্তিরা পথে নামেন । কোপাই নদীর পর একইভাবে বীরভূমের অন্যতম অজয় নদ দখলের অভিযোগ ওঠে । নদী বাঁচাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য নাটকের মাধ্যমে প্রতিবাদ করেন নাট্যকর্মীরা । নাটকে অংশ নেন স্থানীয় আদিবাসী মানুষজনও ।

অজয় বাঁচাতে মামলার পথে পরিবেশকর্মী সুভাষ দত্ত

আরও পড়ুন : Ajay River : কোপাইয়ের পর অজয়েও জমি মাফিয়াদের দৌরাত্ম্য, প্রতিবাদ নাট্যকর্মীদের

আজ অজয় নদ ও কোপাই নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখলেন সুভাষ দত্ত । তাঁর অভিযোগ, নদীর পাড় সিমেন্টের পিলার ও কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে । রিসর্ট, কফি হাউস, রেস্তরাঁ, ফ্ল্যাট প্রভৃতি তৈরির উদ্দেশে সম্পূর্ণ বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে নদীগর্ভ । সেই সবের ছবি তোলেন সুভাষবাবু । এই দুটি নদী বাঁচাতে পরিবেশ আদালত বা কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছেন তিনি । তারই প্রস্তুতি নিতে এদিন নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখেন । কথা বলেন প্রতিবাদকারী নাট্যকর্মী পার্থ গুপ্তের সঙ্গেও ।

ABOUT THE AUTHOR

...view details