বোলপুর, 13 মে : মাংস থেকে শুরু করে সবজির দাম আকাশছোঁয়া । অগ্নিমূল্য রোধে এবার মাঠে নামল রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) । শুক্রবার বোলপুরের হাটতলা, শ্রীনিকেতন, শ্যামবাটি বাজারে হানা দিল ইবি-র অফিসারেরা ৷ ন্যায্য দ্রব্যমূল্যের পাশাপাশি সবজি মজুত রয়েছে কি না, তাও খতিয়ে দেখেন তাঁরা (Enforcement Branch Raid at Various Markets in Bolpur) ।
বোলপুরের বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা কয়েক দিন ধরেই দাম বাড়তে শুরু করেছে মাংস-সহ আলু, পেঁয়াজ প্রভৃতি সবজির ৷ আর এতে নাজেহাল সাধারণ মানুষ ৷ অভিযোগ ছিল, বেশ কিছু ফোড়ে, মজুতদার মুনাফার জন্য বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ঘাটতি তৈরি করেছে । ফলে জিনিসপত্রের দাম বাড়ছে (Price Hike of Essential Commodities) ।
বোলপুরের বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা তাই এদিন বোলপুরের হাটতলা, শ্রীনিকেতন বাজার, শান্তিনিকেতনের শ্যামবাটি বাজারে হঠাৎই হানা দিল রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) । বাজার ঘুরে কোনও জিনিসের কত দাম জিজ্ঞাসা করেন ইবি-র অফিসারেরা । পাশাপাশি, নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী গুদামে মজুত রয়েছে কি না তাও খতিয়ে দেখেন ৷ আকাশছোঁয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ বলে জানান ইবি-র অফিসারেরা ।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বোলপুরের বাজারগুলিতে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রসঙ্গত, হঠাৎ করে মুরগির মাংসের দাম 35 থেকে 40 টাকা বেড়ে গিয়েছে । আলুর দাম 7 থেকে 10 টাকা বেড়ে গিয়েছে । একই ভাবে পেঁয়াজ, লঙ্কা, সবুজ সবজির দাম বেড়েছে ।
আরও পড়ুন :Price Hike : মূল্যবৃদ্ধির আগুনে নাজেহাল গৃহস্থ, চলছে শাসক-বিরোধী তরজা