পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amartya Sen Land Dispute: অমর্ত্য সেনের 'হেনস্থা'য় ক্ষুব্ধ বিশিষ্টরা, খোলা চিঠিতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন - অমর্ত্যর সমর্থনে বিশিষ্টদেক চিঠি

অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণকে নিন্দাজনক বলে খোলা চিঠি লিখলেন 120 জন বিশিষ্ট ব্যক্তি ৷ আচার্য প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Apr 22, 2023, 9:57 PM IST

বোলপুর, 22 এপ্রিল: মাত্র 13 ডেসিমেল জমি নিয়ে বিবাদ ৷ আর সেই বিবাদের জেরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তাঁর শান্তিনিকেতনের 'প্রতীচী'র বাড়ি থেকে উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এই ঘটনায় ভারতরত্ন অমর্ত্যকে হেনস্থার অভিযোগ উঠছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ৷ এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'হেনস্থা' করার অভিযোগ তুলে খোলা চিঠি দিলেন বাম মনোভাবাপন্ন 120 জন বিশিষ্ট ব্যক্তি ও বিদ্বজ্জন ।

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘের তরফে এই চিঠি দেওয়া হয়েছে ৷ ঘটনার তীব্র নিন্দা করে অভিনেতা থেকে শিল্পী, লেখক, সাহিত্যিক, কবি, শিক্ষাবিদরা অধ্যাপক অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন ৷ এমনকি, অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিষয়ে বিশ্বভারতীর আচার্য তথা দেশের প্রধানমন্ত্রীর আশ্চর্য নীরবতা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন বিশিষ্টরা ৷

বিশিষ্টদের লেখা খোলা চিঠি

শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে 13 দশক জমি দখল করে রেখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, একাধিকবার এই অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । শুধু অভিযোগ নয়, জমি ফেরত চেয়ে ভারতরত্ন অমর্ত্য সেনকে দেওয়া বিশ্বভারতী কর্তৃপক্ষের চিঠিতে বহু অসম্মানজনক শব্দও ব্যবহার করা হয়েছে ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । এমনকি, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সংবাদমাধ্যমে অমর্ত্য সেন জমি 'কব্জা' করে রেখেছেন, জমি 'দখল' করে রেখেছেন প্রভৃতি শব্দবন্ধও ব্যবহার করেছেন ৷

তবে এই বিতর্কের কারণে ইতিমধ্যেই বিশ্বভারতীকে বেশ কয়েকবার নিজে ও আইনজীবী মারফৎ চিঠি দিয়ে অমর্ত্য সেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী সম্পূর্ণ জমিই তাঁর ৷ অমর্ত্য সেনকে বারবার বিশ্বভারতীর এই অবমাননার ঘটনায় নোবেলজয়ীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ অমর্ত্য সেনের সঙ্গে দেখা করে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । এমনকি তাঁর জমির সম্পূর্ণ নথিও কয়েক মাস আগে তাঁর সঙ্গে দেখে করে অমর্ত্য সেনের হাতে তুলে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী ৷

এবার অধ্যাপক অমর্ত্য সেনকে 'হেনস্থা'র প্রতিবাদে সরব হলেন বাম বিদ্বজ্জনেরা ৷ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারত গণনাট্য সংঘের তরফে সম্প্রতি 120 জন বিশিষ্ট ব্যক্তি বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে খোলা চিঠি প্রকাশ করেছেন ৷ শিক্ষাবিদ পবিত্র সরকার থেকে শুরু করে অভিনেতা বাদশা মৈত্র, বিপ্লব চট্টোপাধ্যায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন । চিঠি স্বাক্ষর করেছেন মালিনী ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুভেন্দু মাইতি, অনিন্দিতা সর্বাধিকারী, কমলেশ চক্রবর্তী প্রমুখরা ।

আরও পড়ুন:15 দিনের মধ্যে জমি খালি না করলে বল প্রয়োগ ! অমর্ত্য সেনকে নোটিশ বিশ্বভারতীর

এই খোলা চিঠিতে উল্লেখ করা হয়েছে,"শুধু বাঙালি নয়, ভারতবর্ষ তথা বিশ্বের গর্ব অমর্ত্য সেনকে যে সব ভাষায় চিঠি দেওয়া হচ্ছে বা হেনস্থা করা হচ্ছে তাতে বাঙালির মাথা হেঁট করে দেওয়া হচ্ছে ৷" চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে, বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী এই বিষয়ে মৌন কেন ? এই প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র বলেন,"সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অধ্যাপক অমর্ত্য সেনকে হেনস্থা করা হচ্ছে ৷ বেদখল করার চক্রান্ত ৷ ধিক্কার জানাই।" শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন,"অধ্যাপক অমর্ত্য সেন বিশ্বের সম্পদ। তাঁকে যে ভাষায় বিশ্বভারতী কর্তৃপক্ষ চিঠি দিচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। কেন এই বিষয়ে চুপ করে আছেন প্রধানমন্ত্রী ?"

ABOUT THE AUTHOR

...view details