কলকাতা, 18 মার্চ:সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইডি ৷ কোটি কোটি টাকার গরুপাচার দুর্নীতিতে ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে ৷ এর মধ্যে 14 মার্চ তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি ৷ 15 মার্চ অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লির সদর দফতরে তলব করেছিল তদন্তকারী সংস্থা ৷ কিন্তু মণীশ কোঠারির গ্রেফতারির পরদিন সকালে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে মেল করেন এবং হাজিরা এড়িয়ে যান ৷ এবার তা করলে ফল ভালো হবে না বলেই ইঙ্গিত দিয়েছে ইডি (ED hints at tough action if Sukanya Mondal avoids ED appearance in Delhi) ৷
15 মার্চের হাজিরা এড়াবার পর 20 মার্চ সুকন্যাকে তলব করে দ্বিতীয় বার নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ এবারও অনুব্রত-কন্য়া তাঁর আইনজীবী মারফত গরুপাচার মামলার তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন ৷ সুকন্যা জানিয়েছেন, তিনি অসুস্থ ৷ তাঁর সাত দিন সময় লাগবে ৷ এবার ইডি তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে ৷ শুক্রবার তাঁকে একটি পালটা নোটিশ পাঠিয়েছে সংস্থা ৷ তাতে সোমবার সুকন্যাকে দিল্লির ইডি কার্যালয়ে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে ৷ বীরভূমের জেলা সভাপতির মেয়েকে ইডি জানিয়েছে, এবার না এলে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হবে ৷ সেই অনুযায়ী আইন মেনে কঠিন পদক্ষেপ করবে তারা ৷
আরও পড়ুন: দুর্নীতির দায় কার ? একে-অপরকে দুষছেন কেষ্ট-মণীশ !