বোলপুর, 1 অক্টোবর: ফের গোরু পাচার মামলায় তৃণমূল কাউন্সিলর-সহ এক আইনজীবী ও পৌরসভার দুই কর্মীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ 3 অক্টোবর তাঁদের দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণিষ কোঠারী ছাড়া পাওয়ার পরেই অনুব্রতর জামিনের আশার আলো দেখেছিলেন অনেকেই ৷ কিন্তু, দেখা গেল গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় আবারও সক্রিয় হল ইডি ৷
গত 22 সেপ্টেম্বর গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণিষ কোঠারি। ইডির হাতে গ্রেফতার হয়ে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। তাঁর জামিনের পরেই অনেকেই অনুব্রতর জামিনের আশার আলো দেখেছিল ৷ কিন্তু, নতুন করে গরু পাচার ও আর্থিক তছরুপ মামলায় সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গিয়েছে, বোলপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিবনাথ রায় ওরফে ক্যাবলা রায়কে তলব করেছে ইডি। এই ওয়ার্ডের ভোটার খোদ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।