শান্তিনিকেতন, 3 অগস্ট: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি 'অপা'য় হানা দিল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । বিশালসংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাগান বাড়িতে ইডির অফিসারেরা । সঙ্গে রয়েছেন ব্যাঙ্কের অফিসারেরাও (Enforcement Directorate raids in Partha-Arpita House in Santiniketan) ।
এসএসসি দূর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে মন্ত্রীত্ব খুইয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । গ্রেফতার হয়েছেন তাঁর 'ঘনিষ্ঠ' মডেল অর্পিতা মুখোপাধ্যায় । শান্তিনিকেতনের ফুলডাঙায় তাঁদের নামেই রয়েছে 'অপা' নামে একটি বাগানবাড়ি ৷ যার দলিল নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।