পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ED in Partha-Arpita House: কলকাতার পর এবার শান্তিনিকেতন, পার্থ-অর্পিতার 'অপা'য় হানা ইডির - শান্তিনিকেতনে পার্থ অর্পিতার অপা বাড়িতে ইডির হানা

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি 'অপা'য় হানা দিল ইডি (Partha-Arpita House in Santiniketan) ৷

Partha Arpita Apa house News
শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার 'অপা' বাড়িতে ইডির হানা

By

Published : Aug 3, 2022, 12:40 PM IST

Updated : Aug 3, 2022, 1:38 PM IST

শান্তিনিকেতন, 3 অগস্ট: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি 'অপা'য় হানা দিল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । বিশালসংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাগান বাড়িতে ইডির অফিসারেরা । সঙ্গে রয়েছেন ব্যাঙ্কের অফিসারেরাও (Enforcement Directorate raids in Partha-Arpita House in Santiniketan) ।

এসএসসি দূর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে মন্ত্রীত্ব খুইয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । গ্রেফতার হয়েছেন তাঁর 'ঘনিষ্ঠ' মডেল অর্পিতা মুখোপাধ্যায় । শান্তিনিকেতনের ফুলডাঙায় তাঁদের নামেই রয়েছে 'অপা' নামে একটি বাগানবাড়ি ৷ যার দলিল নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

পার্থ-অর্পিতার 'অপা'য় হানা ইডির

আরও পড়ুন: এই প্রথম পার্থ-অর্পিতার জয়েন্ট কোম্পানির হদিশ পেল ইডি

2012 সালে 20 লক্ষ টাকা ব্যয়ে এই বাড়ি কিনেছিলেন দু'জনে ৷ এমনটাই দলিল মারফৎ জানা গিয়েছে । জানা গিয়েছে, সময় কাটাতে এই বাড়িতে প্রায়ই আসতেন পার্থ-অর্পিতা । এই মুহূর্তে প্রায় 7 জন ইডি অফিসারের দল বাড়ির ভিতরে রয়েছেন ।

Last Updated : Aug 3, 2022, 1:38 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details