কলকাতা, 9 ডিসেম্বর: রাজ্যে হিসাব-বহির্ভূত সম্পত্তি আছে বলে অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ৷ এবার দেশের অন্যত্রও বীরভূমের তৃণমূল সভাপতির সম্পত্তির তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি ৷ গরুপাচার কাণ্ডের (Cattle Smuggling Scam) তদন্তে নেমে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
'কেষ্ট' এখন আসানসোলের বিশেষ সংশোধনাগারে ৷ ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ৷ এই মর্মে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে তদন্তকারী সংস্থা ৷ আদালত এ বিষয়ে এখনও কিছু জানায়নি (ED investigates over properties of Anubrata Mondal outside Bengal) ৷ তার আগেই তদন্তকারীদের সন্দেহ বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশেও বিপুল সম্পত্তি আছে অনুব্রতর ।
ইডি সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টের পাশবই খতিয়ে দেখেছে তারা ৷ এছাড়া তাঁর পরিবারের সদস্য, ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে রাজ্যের বাইরে বিপুল সম্পত্তির কথা জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সংস্থার দাবি, গরুপাচার কাণ্ড থেকে আসা বিশাল অঙ্কের টাকা দিয়ে পশ্চিমবঙ্গে জমি, সম্পত্তি কিনেছে তৃণমূল নেতা ৷ এছাড়া একইরকম বিনিয়োগ করেছে রাজ্যের বাইরে, বিশেষত ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে ৷