বোলপুর, 26 এপ্রিল: তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ৷ দিল্লিতে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করল ইডি ৷ এর আগে একাধিকবার অনুব্রত কন্যাকে তলব করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ কিন্তু, বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন সুকন্যা ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, প্রশ্নের সঠিক উত্তর না-পেয়েই তাঁকে গ্রেফতার করা হয় ।
অনুব্রত মণ্ডল গ্রেফতারের 8 মাসের মাথায় গরুপাচার কাণ্ডে গ্রেফতার তাঁর মেয়ে । গরুপাচার মামলায় বর্তমানে দিল্লির তিহার জেলে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । গ্রেফতার হয়েছেন অনুব্রত'র হিসেবরক্ষক মণীশ কোঠারী । গরুপাচার মামলার তদন্তে নেমে সিবিআই অফিসারদের হাতে মিলেছিল একাধিক সম্পত্তির নথি । মিলেছে বোলপুর, সিউড়ি ও কলকাতার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের বড় অংকের টাকার লেনদেন ৷ এছাড়া, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী বিদ্যুৎ বরণ গায়েনের সঙ্গে যৌথভাবে একটি কোম্পানির ডিরেক্টর ছিলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল ৷
তাই সুকন্যা মণ্ডলকে কলকাতার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই অফিসারেরা ৷ এই গরুপাচার মামলা যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাতে যায় । একাধিকবার অনুব্রত-কন্যাকে দিল্লিতে তলব করা হয়েছিল ৷ কিন্তু, বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন সুকন্যা । অবশেষে আজ দুপুর 2টোয় দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন সুকন্যা ৷