পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি কর্মীর নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ, কাঠগড়ায় তৃণমূল - Dynamite blast

দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রামে বাড়ি করছেন সুভাষ পাল৷ তিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। বুধবার ভোর রাতে এই বাড়িতে বিস্ফোরণের বিকট শব্দ হয়। কেঁপে ওঠে পুরো এলাকা। অভিযোগ, কংক্রিটের বাড়িটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

Dynamite blast in bjp leader's under construction house in birbhum
বিজেপি কর্মীর নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ

By

Published : Jan 7, 2021, 5:46 PM IST

বীরভূম, 7 জানুয়ারি : বিজেপি কর্মীর নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ। ডিনামাইট বিস্ফোরণের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিস্ফোরণের জেরে কংক্রিটের বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক।

দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রামে বাড়ি করছেন সুভাষ পাল৷ তিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। বুধবার ভোর রাতে এই বাড়িতে বিস্ফোরণের বিকট শব্দ হয়। কেঁপে ওঠে পুরো এলাকা। অভিযোগ, কংক্রিটের বাড়িটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিস্ফোরণের জেরে কংক্রিটের বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফাটল দেখা দেয় দেওয়ালে।

প্রসঙ্গত, বোলপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর রোড শোয়ে আসছিল বিজেপি কর্মী-সমর্থকেরা। সেখানে বাঁধা দেয় তৃণমূলের লোকজন। সেই সময় তৃণমূল কর্মীদের উপর হামলা করে বিজেপি কর্মীরা৷ বলে অভিযোগ। এই আক্রোশ থেকেই স্থানীয় বিজেপি কর্মী সুভাষ পালের বাড়িতে হামলা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় বিজেপি নেতা রামকৃষ্ণ রায় বলেন, "আক্রোশ থেকে আমাদের কর্মীর বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে তৃণমূলের লোকজন। পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক।" যদিও তৃণমূলের স্থানীয় নেতা ভোলা মিত্র এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তৃণমূলের কোনও যোগ নেই এই ঘটনায়।"

ABOUT THE AUTHOR

...view details