বোলপুর, 30 এপ্রিল: বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল আগেই গ্রেফতার হয়েছিলেন ৷ এবার ইডি গ্রেফতার করেছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে ৷ রবিবার 'কেষ্ট'র গড় থেকে তাঁর মেয়ের গ্রেফতারি নিয়ে মন্তব্য করতে শোনা গেল ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৷ এদিন তিনি বললেন, "অনুব্রত মণ্ডলের কন্যার এই অবস্থার জন্য রাজ্য সরকার দায়ী ৷" বাম নেত্রী আরও বলেন, "আমরা কারখানা চাই। কারখানা না-হলে অপার বাগানবাড়ি হতে দেব না ।"
বোলপুরের শিবপুর মৌজায় শিল্পের নামে বাম আমলে 300 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল ৷ কিন্তু শিল্প হয়নি ৷ রাজ্যে পালা বদলের পর শিল্পের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরবর্তীতে এখানে আবাসন প্রকল্প হয় ৷ আর এতেই বেঁকে বসেন জমিদাতা চাষিরা ৷ তাঁদের স্পষ্ট দাবি, প্রথম থেকেই শিল্প হলে তাহলেই জমি দেবেন ৷ না হলে জমি ফিরিয়ে দিতে হবে । কারণ, শিল্প হলেই কর্মসংস্থান হবে ৷ তাই জমি ফেরতের দাবিতে দীর্ঘদিন ধরেই শিবপুরে জমি আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷
অন্যদিকে, দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনির জন্য জমি দিতে নারাজ আদিবাসী গ্রামের মানুষজন । তাদেরও স্পষ্ট বক্তব্য, এই প্রজন্ম না হয় জমি দিয়ে সরকারের কাছ থেকে চাকরি পাবে, টাকা পাবে ৷ পরবর্তী প্রজন্ম কী করবে? এদিন, বোলপুরের শিবপুরে জমি বাঁচাও আন্দোলনকারীদের নিয়ে পথসভা করে বাম-কংগ্রেস । মীনাক্ষী ছাড়াও ছিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান-সহ অন্যরা ৷