পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2022: জেল হেফাজতে অনুব্রত, কেষ্টহীন বাড়ির পুজোয় ম্লান পুরনো আনন্দ

বীরভূম জেলার নানুরের হাটসেরান্দি গ্রাম ৷ এখানেই অনুব্রত মণ্ডলের আদি বাড়ি ৷ প্রতিবছর একদিন হলেও মেয়েকে নিয়ে পরিবারের পুজোয় হাজির হতেন কেষ্ট ৷ সকলের সঙ্গে আনন্দে মেতে উঠতেন(Durga Puja 2022)৷ তবে এবার জেল হেফাজতে থাকার কারণে এই প্রথম বাড়ির পুজোয় উপস্থিত থাকতে পারবেন না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি ৷ এখন কী পরিস্থিতি রয়েছে সেখানে ? ঘুরে দেখল ইটিভি ভারত ৷

ETV Bharat
অনুব্রত মণ্ডলের বাড়ির পুজো

By

Published : Sep 26, 2022, 6:44 PM IST

নানুর, 26 সেপ্টেম্বর: জেল হেফাজতে অনুব্রত মণ্ডল, তাই প্রতিবছরের জাঁকজমকে এবার ভাটা পড়েছে তাঁর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় । কোনওরকমে পুজোর আয়োজন করা হচ্ছে ৷ প্রতি বছর দুর্গাপুজোয় নানুর থানার হাটসেরান্দি গ্রামের বাড়ির পুজোয় অংশ নিতেন অনুব্রত । এ বছর তাঁকে ছাড়াই হবে বাড়ির পুজো । তাই স্বাভাবিকভাবেই আগের মত জৌলুস নেই(Durga Puja is Charmless in Anubrata Family Without Him)।

নানুর থানার হাটসেরান্দি গ্রামে বাড়ি অনুব্রতর (Durga Puja of Anubrata Mondal House)। গ্রামের বাড়িতে দুর্গা মন্দির রয়েছে, আদি পুজো এটি ৷ দুর্গা মন্দিরের বাইরেই রয়েছে শিব মন্দির ৷ প্রতি বছর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিতেন অনুব্রত মণ্ডল । অনুব্রত আসতেন বলেই বাড়ির পুজোয় বলে বাড়তি আনন্দ থাকত ৷ নেতাকে একবার দেখতে ভিড় জমাতেন গ্রামবাসীরা ৷ আশেপাশের গ্রাম থেকেও মানুষজন আসত(Anubrata Mondal Homes Durga Puja)৷

এবার কোনওরকমে পুজোর আয়োজন চলছে ৷ গ্রামের মানুষজন সেভাবে কথাও বলতে চাইছেন না এই বিষয়ে । সব মিলিয়ে অনুব্রতহীন তাঁর গ্রামের বাড়ির পুজো ম্লান (Birbhum News)।

আরও পড়ুন :ডাকাতদের হাত থেকে সিংহবাড়িকে রক্ষা করেন দেবী, 189 বছর আগে স্বপ্নাদেশে শুরু হয় পুজো

অনুব্রত মণ্ডলের এক আত্মীয় বিজলি মণ্ডল বলেন, "ঘরের লোক ঘরে থাকলে ভালো লাগে ৷ খারাপ লাগছে এবার থাকবে না ৷ প্রতি বছর পুজোয় আসত, কত পুলিশ আসত, লোকজন আসত, এই পুজোয় খুবই ধুম হত ৷ এবার মন খারাপ ।" আরেক গ্রামবাসীর কথায়, "অল্প সময়ের জন্য আসত অনুব্রত মণ্ডল । আমরাও দেখতে আসতাম ৷ ভালোই হত এই পুজো । এবার কী হবে জানি না ।"

কেষ্ট নেই, তাই আড়ম্বরহীন তাঁর বাড়ির পুজো

গরুপাচার মামলায় ধৃত তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে জেল হেফাজতে রয়েছেন । তাঁকে ছাড়া এত বড় দুর্গাপুজোর আয়োজন সম্ভব নয়, এই মর্মে অনুব্রতর জামিনের জন্য আবেদন করা হয়েছিল ৷ কিন্তু তা খারিজ করে অনুব্রত মণ্ডলকে ফের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । তাই এবার পুজোয় জেলেই কাটাতে হবে দোর্দণ্ডপ্রতাপ এই নেতাকে ৷

আরও পড়ুন :একডালিয়া আছে সুব্রত নেই, 50 বছরের সভাপতিকে ছাড়া কেমন চলছে পুজো প্রস্তুতি ?

ABOUT THE AUTHOR

...view details