বীরভূম, 27মে : তন্ত্র সাধনার অন্যাতম পীঠস্থান বীরভূমের তারাপীঠ ৷ এক কথায় বাংলার তন্ত্র সাধনার প্রাণকেন্দ্র ৷ এই তারাপীঠে প্রথম বশিষ্ঠমুনি সিদ্ধিলাভ করেছিলেন ৷ আবার এই স্থানে সাধক বামাক্ষ্যাপার সাধনস্থল। প্রতিদিন হাজার হাজার ভক্তের ভিড় হয় তারাপীঠে । বিশেষত ফলহারিণী অমাবস্যায় ভক্তের ঢল নামে তারাপীঠে ৷ কিন্ত চলতি বছরে আজ, শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত রামপুরহাট-কলকাতাগামী ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন দর্শনার্থীরা ৷ দর্শনার্থী না-আসায় সমস্যায় পড়েছেন স্থানীয় লজ ব্যবসায়ী থেকে শুরু করে ছোট-বড় সকল ব্যবসায়ী ৷ বাতিল একাধিক হোটেলের বুকিং (people suffering lots of problems go to tarapith) ৷
বিগত দু'বছর পরে করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে তারাপীঠ মন্দির ও এলাকাবাসী । কিন্তু আজ থেকে 30 তারিখ পর্যন্ত রামপুরহাট থেকে কলকাতাগামী বেশ কিছু ট্রেন বাতিল হওয়ায় প্রায় ভক্তশূন্য হয়ে পড়েছে তারাপীঠ মন্দির । আগত ভক্তের মধ্যে 70 শতাংশ মানুষ ট্রেনে করে তারাপীঠে আসেন । ফলহারিণী অমাবস্যার আগের দিন থেকে ভিড় বাড়তে থাকে দেবীর মন্দিরে ৷ শনিবার ও রবিবার প্রতি সপ্তাহে তারাপীঠ মন্দিরে ভক্তের ভিড় থাকে চোখে পড়ার মতো । তার ওপর পরশু দিন ফলহারিণী অমাবস্যা ৷ এই অমাবস্যায় দেবীকে ফল ভোগ নিবেদন করে নিজের মনোস্কামনা পূর্ণ করতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। কিন্তু ট্রেন বন্ধের জেরে সমস্যায় দর্শনার্থীরা ৷