পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডোম না থাকায় তিন দিন ময়নাতদন্ত বন্ধ বোলপুর মহকুমা হাসপাতালে - ডোম না থাকায় তিন দিন ময়নাতদন্ত বন্ধ বোলপুর মহকুমা হাসপাতালে

ডোম না থাকায় তিন দিন ধরে বোলপুর মহকুমা হাসপাতালে বন্ধ ময়নাতদন্ত ।

বোলপুর মহকুমা হাসপাতাল

By

Published : Aug 27, 2019, 9:39 AM IST

Updated : Aug 27, 2019, 9:53 AM IST

বোলপুর, 27 আগস্ট : ডোম না থাকায় তিন দিন ধরে বোলপুর মহকুমা হাসপাতালে বন্ধ ময়নাতদন্ত । ময়নাতদন্তের জন্য মৃতদেহ 35 কিলোমিটার দূরে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে । এতে সমস্যায় পড়ছেন মৃতের পরিবার ।

দীর্ঘ দিন ধরে বোলপুর মহকুমা হাসপাতালে ডোমের কাজ করতেন সুবেলাল ডোম । তাঁর মৃত্যুর পর কে এই কাজ করবেন এই নিয়ে দুই ডোমের দ্বন্দ্ব চলছিল । এর জেরে শুক্রবার থেকে বোলপুর মহকুমা হাসপাতালে বন্ধ রয়েছে ময়নাতদন্ত । ফলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে হচ্ছে 35 কিলোমিটার দূরে সিউড়ি সদর হাসপাতালে ।

বিষয়টি সমাধানের জন্য বোলপুর মহকুমা শাসক অভ্র অধিকারী জেলা শাসক মৌমিতা গোদারা বসুকে জানিয়েছেন । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি এবিষয়ে বলেন, "ডোম না থাকায় ময়নাতদন্তের ক্ষেত্রে সমস্যা হচ্ছে । জেলা শাসককে জানিয়েছি । দ্রুত বিষয়টির সমাধান করা হবে ৷"

Last Updated : Aug 27, 2019, 9:53 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details