পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাটিতে অর্ধেক পোঁতা দেহ, যুবক খুনে গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক - extra-marital affair

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবতির বিরুদ্ধে ৷ মৃতের নাম গোপীনাথ পাত্র (25) ৷ বীরভূমের সদাইপুর থানার করমকাল গ্রামের ঘটনা ৷

মৃত গোপীনাথের অর্ধপোতা দেহ

By

Published : Jul 24, 2019, 10:45 AM IST

সদাইপুর, 24 জুলাই : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ ৷ মৃতের নাম গোপীনাথ পাত্র (25) ৷ বীরভূমের সদাইপুর থানার করমকাল গ্রামের ঘটনা ৷ অভিযুক্ত স্ত্রী সুন্দরী ঘোষ ও তাঁর প্রেমিক বচ্চন ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

বছর তিনেক আগে গোপীনাথের সঙ্গে সুন্দরী ঘোষের বিয়ে হয় ৷ প্রতিবেশী বচ্চন ঘোষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সুন্দরী ঘোষ ৷ সোমবার রাতে গোপীনাথের বাড়িতে মদ্যপানের আসর বসে ৷ সেখানে প্রতিবেশী বচ্চন ঘোষও ছিল ৷ অভিযোগ, মদ্যপানের সময়ই গোপীনাথ স্ত্রীর সঙ্গে বচ্চনের সম্পর্কের কথা জানতে পারেন ৷ এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় ৷ তখনই সুন্দরী ও বচ্চন মদ্যপ গোপীনাথকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করে ৷ পরে সেখানেই মাটি খুঁড়ে গোপীনাথের দেহ অর্ধেক পুঁতে দেয় ৷ মঙ্গলবার সকালে স্থানীয়রা গোপীনাথের অর্ধপোঁতা দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন ৷

আরও পড়ুন : ফের বীরভূমে উদ্ধার তাজা বোমা-বিস্ফোরক

পুলিশ ঘটনাস্থানে এলে গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান ৷ স্থানীয়দের থেকে পুলিশ জানতে পারে বচ্চন ঘোষ গোপীনাথের বাড়িতে প্রায়ই যাতায়াত করত ৷ সোমবার রাতেও তাঁর বাড়িতে গিয়েছিল বচ্চন ৷ এরপরই পুলিশ বচ্চনকে আটক করে জেরা করলে সে গোপীনাথকে খুনের কথা স্বীকার করে ৷ পরে স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী সুন্দরীকেও গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ ধৃতদের বীরভূম জেলা আদালতে তোলা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details