পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি - বীরভূম

ফের বোমা বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি । ঘটনা বীরভূমের সাহাপুর পঞ্চায়েতের রেঙ্গুনি গ্রামের ।

বোমে উড়ে গেছে বাড়ি

By

Published : Aug 29, 2019, 10:11 AM IST

সদাইপুর (বীরভূম), 29 আগস্ট: ফের তৃণমূল নেতার বাড়ি উড়ল বোমা বিস্ফোরণে । এবার মজুদ বোমার ঠিকানা খোদ পঞ্চায়েত প্রধানের বাড়ি । যার বাবা আবার সদ্য প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি । ঘটনা বীরভূমের সাহাপুর পঞ্চায়েতের রেঙ্গুনি গ্রামের । পঞ্চায়েতের প্রধান হাইত্তুনেশা খাতুনের বাড়ি রেঙ্গুনি । অভিযোগ, গোয়ালঘরে জমা ছিল বিপুল পরিমাণ বোমা ।

আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম । চমকে ওঠেন এলাকার মানুষ । সম্বিত ফিরতেই নজরে আসে প্রধানের বাড়ির গোয়ালঘর নিশ্চিহ্ন । লাগোয়া বাড়ির দেওয়াল ধসে তছনছ অবস্থা । বিস্ফোরণের জেরে কয়েকশো মিটার দূরে আছড়ে পড়েছে বাড়ির ইট, কংক্রিটের টুকরো । যার জেরে বেশ কয়েকজন গ্রামবাসী ও গবাদি পশু জখম হয়েছে বলে দাবি এলাকার মানুষের । ঘটনার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ জড়ো হয়ে প্রধানের বাড়ি ঘিরে ফেলে । পুলিশ প্রধানের বাবা বদরুদ্দোজা শেখকে গ্রেপ্তার করেছে ৷

আরও পড়ুন : বীরভূমে পুলিশি তল্লাশিতে উদ্ধার 112টি বোমা, গ্রেপ্তার 399

তৃণমূলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার এই জনপদ । দিন কয়েক আগেই এই বদরুদ্দোজার বাড়ি থেকে বিরোধী গোষ্ঠীর উপর বোমা মারার অভিযোগ উঠেছিল । উত্তপ্ত হয়েছিল এলাকা । সেই ঘটনায় বদরুদ্দোজার ছেলেরা জেলে । ঘটনার পর তৃণমূল বুথ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বদরুদ্দোজাকে । বিরোধী গোষ্ঠীর নেতা ফিরোজের অভিযোগ, বদরুদ্দোজার ছেলেরা জামিন পেতে চলেছে । তাই নতুন করে এলাকা দখলের জন্য এই বোমা মজুত করেছিল বদরুদ্দোজা ।

ABOUT THE AUTHOR

...view details