দুবরাজপুর, 20 ডিসেম্বর:অনুব্রতকে রক্ষাকবচ দিল রাজ্য পুলিশ । পুরনো মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল রাজ্য পুলিশ (Anubrata Mondal)। মঙ্গলবার দুবরাজপুর আদালতে তাঁর 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক ৷ ফলে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে এনামূল এবং সায়গলের মুখোমুখি বসিয়ে জেরার যে পরিকল্পনা করেছিল ইডি, তা আটকে গেল (Anubrata Mondal in Police Custody for beating TMC worker) ।
এদিন পুলিশের তরফে 14 দিনের হেফাজতে চাওয়া হলেও, আদালত তাঁর 7 দিনের হেফজতের নির্দেশ দেয় । দিল্লি যাওয়া রুখতেই রাজ্য পুলিশের এই তৎপরতা বলে অভিযোগ সর্বস্তরে ৷
আরও পড়ুন:দিল্লি যাওয়ার সবুজ সংকেতে হঠাৎ তৎপর রাজ্য পুলিশ, দুবরাজপুর আদালতের পথে কেষ্ট
প্রসঙ্গত, গরু পাচার মামলায় আর্থিক কেলেঙ্কারির সংক্রান্ত মামলা রাউস অ্যাভিনিউ কোর্টেই হবে । জানিয়ে দিয়েছিল দিল্লি হাইকোর্ট । তারপরই অনুব্রত মণ্ডলকে হেফাজতে চায় ইডি ৷ ইডি আবেদন সম্মতি জানিয়েই অনুব্রতকে হেফাজতে নেওয়ার ছাড়পত্র দিয়েছিল রাউস অ্যাভিনিউ কোর্ট ৷ অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল । প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ও গরু পাচারে অভিযুক্ত এনামূল হকের মুখোমুখি বসিয়ে অনুব্রতকে জেরা করার কথা ছিল ইডি-র ।
আরও পড়ুন:গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত 'বীরভূমের বাঘ', বললেন ফিরহাদ
কিন্তু, বৃহস্পতিবার সকালে সমস্তসমীকরণ বদলে যায় ৷ তড়িঘড়ি অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে দুবরাজপুর আদালতে নিয়ে আসে রাজ্য পুলিশ ৷ জানা গিয়েছে, 2021 সালে সিউড়ির বালিঝুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন 'তৃণমূল প্রধান' শিবঠাকুর মণ্ডলকে গলা টিপে ধরে প্রাণ নাশের চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল । এই খুনের চেষ্টার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ ৷ দিল্লি যাওয়া রুখতেই রাজ্য পুলিশের এই সক্রিয়তা, এটা ষড়যন্ত্র বলে পালটা রাউস অ্যাভিনিউ কোর্টে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ।