বোলপুর, 3 এপ্রিল:বেআইনি কয়লা কারবারি রাজু ঝা'কে গুলি করে খুনের ঘটনায়, শ্যুটআউটকাণ্ডে লিখিত অভিযোগ দায়ের করলেন শেখ নূর হোসেন ৷ তিনি গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের গাড়ির চালক ৷ সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর থেকে তাঁর মালিক আব্দুল লতিফ পলাতক বলে এই অভিযোগপত্রে উল্লেখ করেছেন নূর হোসেন ৷ ইতিমধ্যেই এই ঘটনায় খুন, খুনের চেষ্টা-সহ অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সিট ।
1 এপ্রিল সন্ধ্যায় শক্তিগড়ে শুট আউটে খুন হন কয়লা কারবারি তথা বিজেপি নেতা রাজু ঝা ৷ বেআইনি কয়লা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ আহত হন তাঁর সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায় । যে গাড়িতে রাজু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই গাড়িটি বীরভূমের ইলামবাজারের গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফ ওরফে হিঙ্গুর শেখের । গাড়িতে আব্দুল লতিফও ছিলেন । আর গাড়িটি চালাচ্ছিলেন লতিফের চালক শেখ নূর হোসেন ।
আব্দুল লতিফের গাড়ির চালকের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, তিনি 5 বছর ধরে আব্দুল লতিফের গাড়ি চালান । 1 এপ্রিল দুপুর দেড়টা নাগাদ ইলামবাজার থেকে আব্দুল লতিফকে নিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি ৷ সেখানে প্রথমে ব্রতীন মুখোপাধ্যায়কে গাড়িতে তোলা হয় । তারপর তাঁরা 3 জন যান দুর্গাপুর সিটি সেন্টারে রাজু ঝায়ের হোটেলে ৷ হোটেলে রাজু ঝা ও আব্দুল লতিফ নিজেদের মধ্যে বৈঠক করে বেরিয়ে যান । এরপর তাঁরা সাদা ফরচুনার গাড়িটি করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন । শক্তিগড়ে গাড়ি দাঁড় করাতে বলা হয় ৷