বোলপুর, ৩১ অক্টোবর : বন্ধ হয়ে যেতে চলেছে শান্তিনিকেতনের দূরদর্শন কেন্দ্র ৷ এমনকি এখানে আকাশবাণীর যে শাখা কেন্দ্রটি রয়েছে, সেটিও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷ কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে এখানে কর্মরত কর্মীদের মধ্যে ৷ কাজ হারানোর আশঙ্কায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন এখানকার ইঞ্জিনিয়ার ও অন্যান্য কর্মীরা ৷ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি পাঠিয়েছেন চন্দ্রনাথ সিংহ। চিঠিতে প্রসারভারতীর এই দুটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শাখা বাঁচাতে অনুরোধ জানিয়েছেন তিনি ৷
১৯৮০ সাল থেকে শান্তিনিকেতনের সীমান্তপল্লীতে একটি ছোট্ট ট্রান্সমিটার নিয়ে শুরু হয় প্রসার ভারতীর পথচলা ৷ ১৯৯৬ সালে বিশ্বভারতী প্রসার ভারতীকে সুরশ্রীপল্লীতে স্থায়ী জায়গা দেয় ৷ ১৯৯৮ সালে শান্তিনিকেতনে গঠিত হয় প্রসার ভারতীর দুটি শাখা দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণী । তৎকালীন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য রাজীব গান্ধির হাত ধরেই মূলত শান্তিনিকেতনে এই শাখা দু‘টির পথ চলা শুরু হয়েছিল৷ বিশ্বভারতীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে শান্তিনিকেতনের নানা সংবাদ ও অনুষ্ঠান এই কেন্দ্র দুটি থেকে সম্প্রচারিত হয় ৷ বহু খ্যাতনামা শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ এই কেন্দ্র দুটিতে বিভিন্ন অনুষ্ঠান করেছেন, বক্তব্য রেখেছেন।