পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"একদম বকবেন না", কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে ধমক IC-র - ic

রামপুরহাটের দখলবাটি এলাকার 82 ও 83 নম্বর বুথে রামপুরহাট থানার IC ও কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের মধ্যে বচসা । কেন্দ্রীয় বাহিনীর ওই আধিকারিককে চলে যেতে বলেন IC আবু সেলিম ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Apr 29, 2019, 11:08 AM IST

Updated : Apr 29, 2019, 11:32 AM IST

রামপুরহাট, 29 এপ্রিল : রামপুরহাটের দখলবাটি এলাকার 82 ও 83 নম্বর বুথে রামপুরহাট থানার IC ও কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের মধ্যে বচসা । কেন্দ্রীয় বাহিনীর ওই আধিকারিককে চলে যেতে বলেন IC আবু সেলিম । আপাতত দু'জনেই রয়েছেন এই এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে । চলছে ভোটগ্রহণ ।

দেখুন ভিডিয়ো

এই দুই বুথে মহিলাদের ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করে BJP । খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী আসে ঘটনাস্থানে । পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে । ততক্ষণে ঘটনাস্থানে পৌঁছান রামপুরহাট থানার IC আবু সেলিম । তাঁর সাথে কেন্দ্রীয় বাহিনীর এক অফিসারের বচসা বাধে । আবু সেলিম বলেন, "একদম বকবেন না আপনি।" পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর ওই আধিকারিক বলেন, "হাত নামিয়ে কথা বলুন । আপনি বলছেন আমি আসিনি ? আমরা সবাই এখানে ঘুরে গেছি ।" তারপর আবু সেলিম বলেন, "আপনি এখান থেকে যান ।" হাতজোড় করে বলেন, "আপনি এখান থেকে প্লিজ় যান ।" এই বলে তিনি ওই আধিকারিককে বুথ চত্বর থেকে বের করে দেন ।

আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে । চলছে ভোটগ্রহণ ।

Last Updated : Apr 29, 2019, 11:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details