বোলপুর, 2 মার্চ:নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্র তৈরি করল ভারতীয় ডাক বিভাগ (Documentary on Amartya Sen made by Indian Post) ৷ উপলক্ষ্য জগদ্বিখ্য়াত ভারত সন্তানের আধার কার্ড তৈরি (Aadhaar Card of Amartya Sen) ! হ্যাঁ, ঠিকই পড়ছেন ৷ নোবেলজয়ী, ভারতরত্ন এই মানুষটির এতদিন কোনও আধার কার্ড ছিল না ! সেটি যাতে তৈরি করে দেওয়া হয়, তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন নব্বই ছুঁয়ে ফেলা এই অর্থনীতিবিদ ৷ তাঁর এই আবেদনের কথা জানানো হয় ডাক বিভাগকে ৷ সঙ্গে সঙ্গে উদ্যোগী হয় তারা ৷ আধার কার্ড তৈরির যাবতীয় প্রক্রিয়া সারা হয় ৷ প্রবীণ মানুষটিকে যাতে এর জন্য কোথাও দৌড়োদৌড়ি না-করতে হয়, তার জন্য তাঁর শান্তিনিকেতনের বাড়িতেই লটবহর নিয়ে পৌঁছে যান ডাক বিভাগের প্রতিনিধিরা ৷ ছবি তোলা থেকে, আঙুলের ছাপ নেওয়া, সবটাই সারা হয় 'প্রতীচী'র অন্দরে ৷ পুরো প্রক্রিয়াটি ক্য়ামেরাবন্দি করে রাখে ডাক বিভাগ ৷ এবার সেগুলিকে জুড়ে তৈরি করা হয়েছে একটি তথ্যচিত্র ৷ সেই তথ্যচিত্র পোস্ট করা হয়েছে ডাক বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে ৷
সম্প্রতি, অমর্ত্য সেনকে নিয়ে একের পর এক খবর হয়েছে ৷ কিন্তু, সেইসব খবর প্রকাশ বা সম্প্রচারের নেপথ্যের কারণ একজন প্রথিতযশার পক্ষে যথেষ্ট অসম্মানজনক বলেই মনে করে ওয়াকিবহাল মহল ৷ অমর্ত্য ও তাঁর পরিবারকে কার্যত 'দখলদার' বলে দেগে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এমনকী, যে মানুষটির জন্য আপামর বাঙালি ও সকল ভারতীয় গর্ববোধ করেন, তাঁর নোবেলপ্রাপ্তি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ! পরবর্তীতে এ নিয়ে অমর্ত্যকে প্রশ্ন করা হলে, তাঁর মুখে দেখা গিয়েছে স্মিত হাসি ! কখনও বিরক্ত হননি তিনি ৷ এই বয়সেও সাংবাদিকদের হাজারো প্রশ্নের ধীরে, সুস্থে উত্তর দিয়েছেন ! অবিচল থেকেছেন কেন্দ্রের প্রধান শাসকদল বিজেপির একাধিক নেতার তীক্ষ্ণ আক্রমণের মুখেও ৷