পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

1 টাকায় চিকিৎসা, পদ্মশ্রী সম্মান বোলপুরের চিকিৎসককে - Santiniketan

সুশোভন বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন খবর ছড়িয়ে পড়তেই খুশিতে মেতে উঠেছে শান্তিনিকেতন ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে তাঁকে ৷

সুশোভন বন্দ্যোপাধ্যায়
সুশোভন বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 25, 2020, 11:49 PM IST

বোলপুর, 25 জানুয়ারি : এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কর্মজীবনের শুরু থেকে মাত্র 1 টাকা ফি-র বিনিময়ে রোগী দেখে আসছেন ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্যও তিনি ৷

বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু ৷ এলাকায় 'এক টাকার চিকিৎসক' হিসেবে জনপ্রিয় ৷ নিজের বাড়ির চেম্বারে রোগী দেখেন । MBBS পাশ করে MFPA ও DCP (ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেছেন ৷ দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করেছেন সুশোভনবাবু ৷ যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । প্রণববাবুর পারিবারিক চিকিৎসক ছিলেন তিনি ৷

রোগীর চিকিৎসা করছেনসুশোভন বন্দ্যোপাধ্যায়

সুশোভনবাবু পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন খবর ছড়িয়ে পড়তেই খুশিতে মেতে উঠেছে শান্তিনিকেতন ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে তাঁকে ৷

ABOUT THE AUTHOR

...view details