পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্তের খোঁজ মিলতেই তৎপর বীরভূম জেলা প্রশাসন - বীরভূমে কোরোনার সংক্রমণ হতেই জরুরি বৈঠক জেলা প্রশাসনের

কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়াতেই তৎপর বীরভূম জেলা প্রশাসন । তড়িঘড়ি ডাকা হল বৈঠক ।

district administrative meeting on corona outbreak in birbhum
বীরভূমে কোরোনার সংক্রমণ হতেই জরুরি বৈঠক জেলা প্রশাসনের

By

Published : May 1, 2020, 8:43 PM IST

সিউড়ি, 1 মে : বীরভূমে কোরোনায় আক্রান্ত হয়েছেন দুই মহিলা সহ তিন জন । এরপরই তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকল জেলা প্রশাসন । আজ জেলাশাসকের নেতৃত্বে বৈঠক হয়। ভিন রাজ্য থেকে আসা শ্রমিক ও অন্যদের চিকিৎসার ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর ।

এত দিন গ্রিন জ়োনে ছিল বীরভূম জেলা ৷ এর মাঝেই মুম্বই ফেরত তিনজনের সোয়াবের নমুনার পরীক্ষা রিপোর্ট পজ়িটিভ এসেছে । যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বীরভূম জেলাজুড়ে ৷ আক্রান্ত মিলতেই সিউড়ির সার্কিট হাউসে তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু । ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আরি, পুলিশ সুপার শ্যাম সিং, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ সহ তিন মহকুমাশাসক ও আধিকারিকরা ৷

ভিন রাজ্য থেকে আসা শ্রমিক ও অন্যান্যদের কড়া নজরদারির মধ্যে রেখে চিকিৎসার সুব্যবস্থা করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর ৷ এছাড়া, আগামী দিনে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায় সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয় ৷ যদিও জেলা প্রশাসনের তরফে সাংবাদিকদের সেইভাবে কোনও তথ্য দেওয়া হচ্ছে না ৷ বৈঠক শেষে জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ বলেন , "রিভিউ মিটিং ছিল ৷ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হল মিটিংয়ে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details