বোলপুর, 10 সেপ্টেম্বর : আদালতের নির্দেশ উপেক্ষা করেই বোলপুরে চলছে বিলাসবহুল শপিং কমপ্লেক্স ৷ পুলিশ ও বোলপুর পৌরসভাকে আদালত এই শপিং কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত ৷ কিন্তু, সেই নির্দেশ অমান্য করেই রমরমিয়ে চলছে শপিং কমপ্লেক্সটি। জানা গিয়েছে, শপিং কমপ্লেক্সটি তৈরির সময় এক অংশীদার বোলপুর মহকুমা আদালতে মামলা করেছিলেন ৷ সেই মামলার প্রেক্ষিতে শপিং কমপ্লেক্সটি তৈরিতে স্থগিতাদেশ জারি করেছিল আদালত ৷
বোলপুর লজ মোড় এলাকায় একটি বিলাসবহুল শপিং কমপ্লেক্স তৈরি হয়েছে ৷ কমপ্লেক্সটি তৈরির সময় প্রদীপকুমার চন্দ্র নামে এক অংশীদারকে তাঁর অংশ বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে ৷ প্রতারণার অভিযোগে বোলপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন প্রদীপবাবু ৷ এই মামলায় আদালত শপিং কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছিল ৷ অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করেই নির্মাণ কাজ শেষ করে শপিং কমপ্লেক্স উদ্বোধন করা হয় ৷ আদালতের নির্দেশ অবমাননা করার জন্য পুনরায় বোলপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন প্রদীপবাবু ৷ আদালত শপিং কমপ্লেক্সটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় ৷ এই মর্মে বোলপুর থানা ও বোলপুর পৌরসভাকে আদালত নির্দেশ দিয়েছিল মলটি বন্ধ করে দেওয়ার জন্য ৷ কিন্তু, দেখা গিয়েছে আদালতের নির্দেশকে উপেক্ষা করে রমরমিয়ে চলছে বিলাসবহুল এই শপিং মলটি ৷ এমনকি, আদালত মামলাকারী প্রদীপকুমার চন্দ্রকে পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছিীল ৷ কিন্তু, সেই নিরাপত্তাও দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ৷