পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh : প্রধান আর বিডিওদের জেলের ভাত খাওয়াব, কর্মীসভায় হুঙ্কার দিলীপের - dilip ghosh

শিক্ষক দিবসে কোটাসুরে কর্মীসভায় এসে শাসকদলকে একাধিক ইস্যুতে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আর তাঁর এই বক্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Sep 5, 2021, 10:04 PM IST

কোটাসুর, 5 সেপ্টেম্বর : "দিল্লি থেকে যাঁদের নাম পাঠানো হচ্ছে তাঁরা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না ৷ যাঁদের বড় বাড়ি আছে তাঁরা আবাস যোজনার টাকায় গোয়াল ঘর পাকা করছেন ৷ সব হিসেব কড়ায় গণ্ডায় নেব ৷ প্রধান আর বিডিওদের জেলের ভাত খাওয়াব ৷" রবিবার বীরভূমের কোটাসুরে একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

এদিন শিক্ষক দিবসে কোটাসুরের কর্মীসভায় এসে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মালা দেওয়ার পর একাধিক ইস্যুতে শাসকদলকে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, "দিল্লিতে মন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি । সব সাংসদদের নিয়ে গিয়েছিলাম । বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকা কোথায় যাচ্ছে সব তদন্ত করাব । আর এই প্রধান, বিডিওরা বাকি জীবনটা যদি জেলের ভাত না খান বলে দিচ্ছি আপনাদের । কাউকে ছাড়া হবে না । গরিব মানুষের টাকা মেরে তিন তলা বিল্ডিং করবে আর বারান্দায় বসে চা খাবে, আমরা ছেড়ে দেব ? ওটা হতে দেব না । এই পাঁচ বছরের মধ্যে বহু লোক বাড়ি ছাড়া হবে আর বহু লোক জেলে যাবে ৷ "

কোটাসুরে কর্মীসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় । এ বিষয়ে তিনি বলেন, "একে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু বলতে পারছি না । কোনও জনভিত্তি নাই, গণভিত্তি নাই । স্বাভাবিকভাবেই উল্টোপাল্টা বলবে । ছাগলের তৃতীয় বাচ্চা যেমন লাফিয়ে বেড়ায়, লাফিয়ে বেড়াবে । পশ্চিমবঙ্গের মানুষ যাঁদের প্রত্যাখান করেছে তাঁদের এখন নেচেকুঁদে এসব বলা ছাড়া কোনও কাজ নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details