ইলামবাজার, ১৪ জুন: তৃণমূলে যোগ দিতে হাতে পোস্টার নিয়ে ৪০০ জন বিজেপি কর্মী বসলেন ধর্নায় ৷ পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
তৃণমূলে যোগ দিতে ইলামবাজারে বিজেপি কর্মীদের ধর্না - tmc
ইলামবাজারে তৃণমূলে যোগ দিতে ধর্নায় বসেন ৪০০ জন বিজেপি কর্মী ৷ পরে ব্লক সভাপতি ফজলুল রহমানের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন তাঁরা ৷
রাজ্যজুড়ে চলছে দলবদলের রাজনীতি ৷ মাইকে প্রচার করে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেও দেখা গেছে বিজেপি কর্মীদের । কোথাও দেখা গিয়েছে মুছলেখা দিতেও ৷ এবার ধর্নায় বসলেন বিজেপি কর্মীরা ৷ এদিন হাতে পোস্টার নিয়ে ইলামবাজারের সুখবাজার, স্কুল পাড়ার প্রায় ৪০০ বিজেপি কর্মী তৃণমূল কার্যালয়ের সামনে ধর্নায় বসেন ৷
পোস্টারে লেখা , 'দয়া করে আপনাদের ছত্রছায়ায় আমাদের রাখুন', বিজেপি করে আমরা ভুল করেছি'। দীর্ঘক্ষণ ইলামবাজার তৃণমূল কার্যালয়ের সামনে চলে ধর্না । পরে তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমানের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন বিজেপি কর্মীরা । ফজলুল রহমান বলেন, "ভুল করে বিজেপিতে চলে গিয়েছিল । দলে ফেরার জন্য আবেদন করে । ওদের আবেদন মেনে আমরা দলে নিলাম ।"