তারাপীঠ, 13 সেপ্টেম্বর: বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা । মন্দির কমিটির আশা এই বিশেষ দিনে এবছর প্রায় আট থেকে দশ লক্ষের মতো পুণ্যার্থী তারাপীঠ মন্দিরে আসবেন । সেই উপলক্ষে সেজে উঠছে তারাপীঠ । বলা হয়, সাধনা করে সাধক বামদেব কৌশীকি অমাবস্যার রাতে মা তারার দর্শন পেয়েছিলেন । সেই উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে কয়েক লক্ষ পুণ্যার্থী ভিড় হয় তারাপীঠে । তারই প্রস্তুতি চলছে জোর কদমে ।
এদিন ভোর 4টে 31 মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু । অমাবস্যার তিথি চলবে 15 সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সকাল 6টা 39 মিনিট পর্যন্ত । সিদ্ধপীঠ তারাপীঠ । তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান । তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমুন্ডির আসনে বসে সপ্তঋষি বশিষ্ট মুনি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন । কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নীচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব । সেই সময় থেকেই মহাসমারোহে কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্রসাধক । মহাশ্মশানে জ্বলে ওঠে হাজারে হাজারে হোমকুণ্ড । মা তারার দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্রসাধক থেকে সাধারণ পুণ্যার্থীরাও । তারাপীঠে আসা পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার মন্দিরে পুজো দিতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করেছে বীরভূম জেলা পুলিশ ও তারাপীঠ মন্দির কমিটি । তারাপীঠ মন্দিরের প্রবেশ পথগুলিতে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর গেট । তারাপীঠ মন্দির ও তারাপীঠ মন্দির এলাকা জুড়ে বসানো হচ্ছে সিসি টিভি ক্যামেরা । মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড ।