রামপুরহাট, 13 জুলাই : এবার দরিদ্র মানুষের জন্য মা ক্যান্টিন চালু হল রামপুরহাটে ৷ আজ রামপুরহাটের মা ক্যান্টিনের উদ্বোধন করেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দোপাধ্যায় ।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ স্তিমিত হলেও এখনও কড়া বিধিনিষেধ চলছে রাজ্য জুড়ে । এমত অবস্থায় কাজ হারিয়েছেন বহু মানুষ ৷ তাদের জন্য মসিয়া হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত মা ক্যান্টিন । দরিদ্র মানুষকে 5 টাকায় পেট ভরে খাবার দিতে এবার মা ক্যান্টিন শুরু হল বীরভূমের রামপুরহাটে । রামপুরহাট পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ধুলোডাঙা রাস্তার উপর সুফলা বাজারের কাছে এই ক্যান্টিনটি খোলা হয়েছে । আজ মা ক্যান্টিনের উদ্বোধনে বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ান আহমেদ সহ বিভিন্ন আধিকারিক ।