রামপুরহাট, 16 সেপ্টেম্বর:চলতি বর্ষার আগে থেকেই ডেঙ্গি নিয়ে প্রচার চলছে রাজ্যজুড়ে ৷ কয়েকদিন আগে স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র এই বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় 10 হাজার মানুষ ৷ আক্রান্তের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে নদিয়া ও উত্তর 24 পরগনা ৷ এবার দুশ্চিন্তার ভাঁজ বীরভূমবাসীর কপালে ৷ বীরভূম সংলগ্ন ঝাড়খণ্ডের দুমকা জেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷
বীরভূম জেলার পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ডের দুমকা জেলা ৷ সেই দুমকা জেলায় গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8 ৷ দুমকা শহরজুড়ে সতর্কতামূলক প্রচার চলছে ৷ দুমকার চিকিৎসক বাচ্চা প্রসাদ সিংহ বলেন, "এখনও দুমকা জেলায় 6 জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে ৷ আর দু'জনকে আইসিইউতে রাখা হয়েছে ৷ সন্দেহ করা হচ্ছে তাঁরা ডেঙ্গি আক্রান্ত ৷ সেইভাবে তাঁদের চিকিৎসা চলছে ৷ খোলা হয়েছে ডেঙ্গি ওয়ার্ড। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷"
ঝাড়খণ্ড থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ বীরভূমে আসে ৷ দু'দিন আগেই কৌশিকী অমাবস্যায় ঝাড়খণ্ড থেকে কয়েক হাজার মানুষ তারাপীঠে আসে ৷ এছাড়া প্রতিবেশী রাজ্যটি থেকে রোজই বাসে রামপুরহাট রেল স্টেশনে দূরপাল্লার ট্রেন ধরতে আসেন কয়েকশো মানুষ ৷