বোলপুর, 24 ফেব্রুয়ারি: 'আপনাদের মধ্যে এসে আমার খুব ভালো লাগছে', বক্তৃতার শুরুতে বাংলায় বললেন রাজনাথ সিং ৷ আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব ৷ তাতে যোগ দিতে শান্তিনিকেতনে আম্রকুঞ্জে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ অনুষ্ঠানে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার থেকে শুরু করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ তার আগে ছাতিমতলায় গিয়ে শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী ৷ পরে রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখে সমাবর্তনে অংশ নেন তিনি ৷ প্রথা অনুযায়ী কয়েকজন পড়ুয়ার হাতে শংসাপত্র ও সপ্তপর্ণী (ছাতিমপাতা) তুলে দেন দুই কেন্দ্রীয় মন্ত্রী ৷ উল্লেখ্য, দু'দিনের সফরে বীরভূমে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী (Visva-Bharati University) ৷
সমাবর্তন উৎসবের মঞ্চে এসে আপ্লুত রাজনাথ ৷ তাঁর এই বাংলা ভাষণের সঙ্গে সঙ্গে চারদিক থেকে 'সাধু, সাধু' রব ভেসে আসে ৷ তিনি উপস্থিত পড়ুয়াদের 'প্রিয় সন্তান' বলে সম্বোধন করেন ৷ প্রতিরক্ষামন্ত্রী বলেন, "দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আমি বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি ৷ আজ বিশ্বভারতীতে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি ৷ কাল বিশ্বভারতীর এই ক্যাম্পাসে ঢোকার সময় আমার মনের মধ্যে যে ধরনের আন্দোলন হয়েছে, আমি তা শব্দে প্রকাশ করতে পারব না ৷"
শান্তিনিকেতনে পড়ুয়াদের কাছে দুনিয়ায় ভারতের অর্থনৈতিক অবস্থানও স্পষ্ট করেন তিনি ৷ রাজনাথ বলেন, "সেই দিন খুব একটা দূরে নেই, ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশগুলির মধ্যে অন্যতম হবে ৷ আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, আগামী 4-5 বছরের মধ্যে ভারত দুনিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে (India will become the 3rd largest economy in the world) ৷"