শান্তিনিকেতন, 11 মার্চ :সমস্ত পরীক্ষা বয়কট করে আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ ছাত্রাবাসের কক্ষ বন্টন না করেই পরীক্ষা ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে বলে অভিযোগ তুলে টানা 12 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Deadlock Continues in Visva Bharati University) ।
ছাত্রাবাস, ক্যান্টিন খোলা এবং পাঠ্যক্রম শেষ না-হওয়া এই সেমেস্টারে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে 28 ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীতে শুরু হয় ছাত্র আন্দোলন ৷ তারপরেই কলকাতা হাইকোর্ট অবিলম্বে ছাত্রাবাস খোলার নির্দেশ দেয় ৷ যতক্ষণ না ছাত্রাবাস খোলা হবে, ততক্ষণ পরীক্ষাও নেওয়া যাবে না বলে স্পষ্ট করে দেয় আদালত ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে 6 জন আধিকারিক এবং আন্দোলনকারীদের তরফে দুই প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করে যৌথভাবে ছাত্রাবাস খোলার নির্দেশ দেয় হাইকোর্ট ৷ গোটা বিষয়টির উপর পুলিশ প্রশাসনকে নজর রাখতেও বলা হয় ৷