ময়ূরেশ্বর, 9 জানুয়ারি: মিড-ডে মিলের (Mid Day Meal) ডালের বালতিতে পাওয়া গেল মৃত সাপ (Dead snake found in bucket)। সেই খাবার খেয়ে অসুস্থতা বোধ করে প্রায় 20 জন পড়ুয়া । ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরের (Mayureswar in Birbhum) মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে ৷ অসুস্থ পড়ুয়াদের সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
মিড-ডে মিলের খাবার খায় রাজ্যে কয়েক লক্ষ পড়ুয়া ৷ কিন্তু নিম্নমানের মিড-ডে মিল খাবার দেওয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ ছিল দীর্ঘদিনের ৷ মিড-ডে মিলের মান বাড়াতে হবে ও সপ্তাহে একদিন মাংস দিতে হবে ছাত্রছাত্রীদের ৷ সম্প্রতি এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারই মাঝে মিড-ডে মিলের ডালের বালতিতে মিলল মৃত সাপ ।
নিত্যদিনের মতো এদিন ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল রান্না হয় ৷ যথারীতি খাবার পরিবেশনও করা হয় । খাবার পরিবেশন শেষে দেখা যায় ডালের বালতিতে একটি মৃত সাপ ৷ নজরে আসতেই উত্তেজনা ছড়ায় ৷ এই খাবর খেয়ে অসুস্থতা বোধ করে প্রায় 20 জন ছাত্রছাত্রী । তাদের সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে কয়েকজনকে আবার চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজে স্থানাস্তরিত করা হয় ৷