কীর্ণাহার (বীরভূম), 18 এপ্রিল : গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হল বীরভূমের কীর্ণাহারে (Dead Body of A Woman Found in Kirnahar Birbhum) ৷ কীর্ণাহার থানার হারানন্দপুর গ্রামের একটি মাঠে ওই মহিলার দেহ পড়েছিল ৷ মৃত মহিলার নাম মঞ্জু বাগদী (35) ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করে সেখানে ফেলে দেওয়া হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে মঞ্জু বাগদীর ৷ তার পর থেকে হারানন্দপুরে বাপের বাড়িতেই থাকতেন তিনি ৷ এদিন গ্রামের বাইরে নির্জন এলাকায় একটি মাঠে তাঁর দেহ পরে থাকতে দেখেন গ্রামবাসীরা ৷ গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল মঞ্জু বাগদীর ৷ কীর্ণাহার থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে তাঁকে ৷ পাশাপাশি, ধর্ষণের তত্ত্বও উঠে আসছে ৷ তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই সব স্পষ্ট হবে বলে জানানো হয়েছে ৷