পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিউড়িতে জেলাশাসকের বাংলো লক্ষ্য করে বোমা, নেপথ্যে বালি মাফিয়ারা? - CID

সিউড়ির 60 নম্বর জাতীয় সড়কের ধারে বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসুর সরকারি বাসভবন । সোমবার গভীর রাতে বাংলোর পাঁচিল লক্ষ্য করে পরপর চারটি বোমা মারে দুষ্কৃতীরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন CID বম্ব স্কয়্যাডের প্রতিনিধিরা । সেখান থেকে বোমার সুতলি ও নমুনা সংগ্রহ করা হয়েছে ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Jul 31, 2019, 6:19 AM IST

সিউড়ি, 31 জুলাই : বীরভূমের জেলাশাসকের বাসভবনের পাঁচিল লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন CID বম্ব স্কয়্যাডের প্রতিনিধিরা । আসে পুলিশও । বাংলোর চারদিকে তল্লাশি চালানো হয় । সেখান থেকে বোমার সুতলি ও নমুনা সংগ্রহ করা হয়েছে ।

সিউড়ির 60 নম্বর জাতীয় সড়কের ধারে বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসুর সরকারি বাসভবন । সোমবার গভীর রাতে বাংলোর পাঁচিল লক্ষ্য করে পরপর চারটি বোমা মারে দুষ্কৃতীরা । বাংলোর মূল ফটকের আশপাশেই বোমাগুলি ফাটে । বাংলোর চারিদিকে নিরাপত্তারক্ষী ও পুলিশ থাকা সত্ত্বেও কী ভাবে ঘটল এই বোমাবাজি তা নিয়ে প্রশ্ন উঠেছে । পাশাপাশি নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পুলিশ ।

এবিষয়ে জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "খবর পেয়েই পুলিশ আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছান । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

বীরভূম জেলাজুড়ে রমরমিয়ে চলছে বেআইনি বালির কারবার । সদ্য জেলা পুলিশ সুপারকে নিয়ে তল্লাশি চালিয়ে বেআইনিভাবে মজুত করা বালি, বালি তোলার মেশিন বাজেয়াপ্ত করেন জেলাশাসক । পাশাপাশি বালি কারবারিদের গ্রেপ্তারও করা হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, সেই আক্রোশ থেকেই বালি মাফিয়ারা জেলাশাসকের বাংলো লক্ষ্য করে বোমা মেরেছে ।

এবিষয়ে জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, "শব্দ পেয়েছিলাম । তবে বোমার শব্দ প্রথমে বুঝিনি । পুলিশ ঘটনার তদন্ত করছে ।"

ABOUT THE AUTHOR

...view details