সিউড়ি, 31 জুলাই : বীরভূমের জেলাশাসকের বাসভবনের পাঁচিল লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন CID বম্ব স্কয়্যাডের প্রতিনিধিরা । আসে পুলিশও । বাংলোর চারদিকে তল্লাশি চালানো হয় । সেখান থেকে বোমার সুতলি ও নমুনা সংগ্রহ করা হয়েছে ।
সিউড়ির 60 নম্বর জাতীয় সড়কের ধারে বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসুর সরকারি বাসভবন । সোমবার গভীর রাতে বাংলোর পাঁচিল লক্ষ্য করে পরপর চারটি বোমা মারে দুষ্কৃতীরা । বাংলোর মূল ফটকের আশপাশেই বোমাগুলি ফাটে । বাংলোর চারিদিকে নিরাপত্তারক্ষী ও পুলিশ থাকা সত্ত্বেও কী ভাবে ঘটল এই বোমাবাজি তা নিয়ে প্রশ্ন উঠেছে । পাশাপাশি নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পুলিশ ।