সিউড়ি, 22 অক্টোবর: দেউচা-পাচামিতে জমি অধিগ্রহণ করতে সিঙ্গুর প্রসঙ্গকেই হাতিয়ার করছে রাজ্য সরকার । দিনকয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, সিঙ্গুর থেকে সিপিআইএম টাটা'দের তাড়িয়েছে । যেই মন্তব্যে এখনও উত্তাল রাজ্য-রাজনীতি । এবার ফের সুপ্রিমোর সুরই শোনা গেল জোড়াফুল শিবিরের শীর্ষনেতার গলায় (Firhad Hakim claims big) । দেউচা-পাচামি খোলামুখ কয়লাখনির জমিদাতাদের চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এসে ফিরহাদ হাকিম বলেন, "এখনও বলছি, সিপিএম সরকারই ষড়যন্ত্র করে টাটাকে তাড়িয়েছে (CPIM chase out Tata from Singur) ।"
রাজ্যের পূর্ত ও নগরোন্নয়ন মন্ত্রী এদিন বার্তা দেন, সিঙ্গুরের মত এখানে (দেউচা-পাচামি) জোর করে জমি নেওয়া হবে না । বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লাখনি হতে চলেছে দেউচা-পাচামি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জমি অধিগ্রহণ শুরু হয়েছে । জমিদাতাদের আর্থিক প্যাকেজ ও চাকরি দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে ৷
সিউড়ির রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়লাখনির জমিদাতাদের চতুর্থ শ্রেণির (গ্রুপ ডি) চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় ৷ এছাড়াও, জমি দিয়েছে কিন্তু সেই পরিবারের কোনও সদস্যের 18 বছর বয়স হয়নি, এমন যুবক-যুবতীদের মাসিক 10 হাজার টাকা ভাতা দেওয়ার অঙ্গিকারপত্র তুলে দেওয়া হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী প্রমুখ।