ইলামবাজার, 23 নভেম্বর : নম্বর প্লেটহীন লরি করে ইলামবাজার জঙ্গল থেকে চলছে গোরু পাচার । জঙ্গলের মাঝে সারি সারি বাঁধা থাকছে গোরুগুলি । পাচারকারীরা সেখানে পাহারায় থাকে । কাউকে সেখানে গিয়ে ছবি তুলতে দেওয়া হয় না । সেখান থেকে জঙ্গলের মাঝখান দিয়ে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে চলে গোরু পাচার ।
বীরভূমের ইলামবাজারে দক্ষিণবঙ্গের সবথেকে বড় গোরুরহাট রয়েছে । প্রতি শনিবার বসে এটি । ইলামবাজার থেকে দু'টি পথে গোরু অন্যত্র পাচার হয় । ম্যাটাডর, ট্রাক, লরিতে জয়দেব ফেরিঘাট হয়ে অজয় নদ পাড় হয়ে গোরু চলে যায় রাজ্যের বিভিন্ন জেলায় । অন্যদিকে, ইলামবাজার জঙ্গলের ভিতর দিয়ে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচার হয় গোরু । জঙ্গলের মাঝে ফাঁকা জায়গায় সারি সারি বড় লরি, ট্রাক দাঁড় করিয়ে চলে গোরু বোঝাইয়ের কাজ । সেগুলিতে কোনও নম্বর প্লেট থাকে না । সেই গাড়িগুলি করেই চোরা পথে চলে গোরুর কারবার ৷ কাউকে ছবি তুলতে দেওয়া হয় না ।