পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিনিকেতনে পর্যটকদের জন্য ভ্যাকসিন বা নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক

করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে পর্যটকদের উপর কড়া নজর দিচ্ছে বীরভূম জেলা প্রশাসন। শান্তিনিকেতনে আসা পর্যটকদের ভ্যাকসিনের দু‘টি ডোজ অথবা আরটিপিসিআর টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক করা হল ৷

Santiniketan
শান্তিনিকেতনে পর্যটকদের জন্য বাধ্যতামূলক করা হল ভ্যাকসিন বা নেগেটিভ রিপোর্ট

By

Published : Jul 23, 2021, 12:09 PM IST

শান্তিনিকেতন, 22 জুলাই: করোনা আবহে কড়া বিধিনিষেধ জারি হয়েছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে ৷ মেনে চলতে হচ্ছে নানা বিধিনিষেধ ৷ কোভিডের তৃতীয় ঢেউ সামাল দিতে পর্যটকদের উপর কড়া নজর দিচ্ছে বীরভূম জেলা প্রশাসন। শান্তিনিকেতনে আগত পর্যটকদের ভ্যাকসিনের দু‘টি ডোজ অথবা আরটিপিসিআর টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক করা হল ৷

বৃহস্পতিবার হোটেল-রিসর্ট মালিকদের নিয়ে একটি বৈঠক করে একথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফে ৷ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসতে চলেছে দেশে ৷ এই নিয়ে বারবার সাবধানও করছেন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো পর্যটন শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটাও মাথায় রাখতে হচ্ছে প্রশাসনকে । তাই এই সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা প্রশাসন ৷

আরও পড়ুন: নিম্নচাপের জের, আগামী 24 ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

করোনার প্রভাব কিছুটা স্তিমিত হতেই ফের দিঘা, মন্দারমণির পাশাপাশি শান্তিনিকেতনেও পর্যটকরা আসতে শুরু করেছেন ৷ পর্যটকদের থেকে যাতে করোনা সংক্রমণ ছড়াতে না পারে, তাই এদিন শান্তিনিকেতনের সমস্ত হোটেল, লজ, হোম স্টে, রিসর্ট মালিকদের নিয়ে বৈঠক করেন পুলিশ প্রশাসনের কর্তারা । বিশ্বভারতীর সমবায় সভাকক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎকুমার দে, শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিত সহ অন্যান্য আধিকারিকরা । পুলিশের তরফে বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়, হোটেল, লজ, রিসর্টে থাকতে গেলে ভ্যাকসিনের দুটি ডোজ বাধ্যতামূলক। অথবা, আরটিপিসিআর টেস্ট রিপোর্ট থাকতে হবে ৷ হোটেল, লজ, রিসর্ট মালিকদের আলাদাভাবে পর্যটকদের এই রিপোর্টের তথ্য রাখতে হবে ও সেই তথ্য সংশ্লিষ্ট থানাকে নিয়মিত জানাতে হবে ৷ যদি কোনও পর্যটক এই সকল টেস্ট ছাড়া বা ভ্যাকসিন ছাড়া চলে আসেন তাঁদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হবে বোলপুর-জাম্বুনি বাসস্ট্যান্ড লাগোয়া শিবিরে । অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎকুমার দে বলেন, "জেলাশাসকের নির্দেশ মতোই আমরা হোটেল, লজ, রিসর্ট মালিকদের সচেতন করলাম ৷ প্রত্যেকে যাতে নিয়ম মেনে চলে ও পুলিশকে সহযোগিতা করেন সেটাই বৈঠকে বলা হল ।"

ABOUT THE AUTHOR

...view details