বোলপুর, 20 ডিসেম্বর : মেদিনীপুরের জনসভার পরই তাঁর বিরুদ্ধে কোভিড বিধি ভাঙার অভিযোগ উঠেছিল । আর এবার বোলপুরে অমিত শাহর রোড শো-এ লাটে উঠল স্বাস্থ্যবিধি ৷
গতকাল মেদিনীপুরে জনসভা করেছিলেন অমিত শাহ । সেখানে মাস্ক না পরায় তাঁর বিরুদ্ধে কোভিড বিভি ভাঙার অভিযোগ এনেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ । তিনি বলেন,‘‘ মেদিনীপুরে সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি ।’’
আর আজ বোলপুরে রোড শো করেন তিনি ৷ কিন্তু সেখানে বিজেপি নেতা-নেত্রী থেকে কর্মী-সমর্থকদের কাউকেই কোরোনা বিধি মানতে দেখা গেল না ৷ সামাজিক দূরত্ববিধি তো শিকেয় উঠেছে সঙ্গে অনেকের মুখে মাস্কও দেখা গেল না ৷ এমনকী খোদ অমিত শাহর মুখেও ছিল না মাস্ক ৷