পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাভপুরে চালু কোভিড কেয়ার সেন্টার

25 টি শয্যা রয়েছে এই কেয়ার সেন্টারে । 5 টি শয্যা মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে । 1 জন চিকিৎসক ও 12 জন স্বাস্থ্যকর্মী এখানে পরিষেবা দেবেন ।

Birbhum news
ছবি

By

Published : May 18, 2021, 5:07 PM IST

লাভপুর, 18 মে : পরিস্থিতি মোকাবিলায় নতুন কোভিড চিকিৎসা কেন্দ্র খোলা হল লাভপুরে । একটি বেসরকারি আইটিআই কলেজকে কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করা হয় ।

বাড়ছে করোনা সংক্রমণ । পরিস্থিতি সামাল দিতে বীরভূমের লাভপুরে চালু করা হল কোভিড কেয়ার সেন্টার । লাভপুরের একটি বেসরকারি আইটিআই কলেজকে কোভিড কেয়ার সেন্টার করা হল । 25 টি শয্যা যুক্ত এই কেয়ার সেন্টার । 5 টি শয্যা মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে । 1 জন চিকিৎসক ও 12 জন স্বাস্থ্যকর্মী এখানে পরিষেবা দেবেন । থাকছে অক্সিজেন পরিষেবা সহ কোভিডে আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা । জেলার মধ্যে বোলপুরের গ্লোকাল হাসপাতাল ছিল একমাত্র কোভিড হাসপাতাল । পরে সিউড়ি সদর হাসপাতালে কোভিড ইউনিট চালু করা হয় ৷ এবার নতুন করে লাভপুরে এই কোভিড কেয়ার সেন্টার চালু করা হল । এদিন স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহ এই সেন্টারের উদ্বোধন করেন ।

তিনি বলেন, "বাড়ছে সংক্রমণ। তাই এই সেন্টার খোলা হল । এখান থেকে প্রাথমিক চিকিৎসা করা যাবে ৷ আরও কয়েকটি সেন্টার করার চেষ্টা করছি আমরা।"

ABOUT THE AUTHOR

...view details