রামপুরহাট , 8 এপ্রিল : রামপুরহাট গণহত্যার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ 8 জনের পলিগ্রাফ টেস্টের আবেদন খারিজ করল রামপুরহাট আদালত (Court rejects polygraph test of 8 accused in Rampurhat massacre case) ৷ রামপুরহাট মহকুমা আদালতের কাছে অভিযুক্ত 8 জনের পলিগ্রাফ টেস্টের আবেদন করে সিবিআই ৷ শুক্রবার সেই বিষয়ে শুনানি হয় । আনারুলের পক্ষে আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, শীর্ষ আদালতের বিধি মেনে পলিগ্রাফ পরীক্ষার আবেদন করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাই বিচারকের কাছে পলিগ্রাফ পরীক্ষার বিরোধিতা করেন তিনি (Rampurhat Massacre Case) ৷
আইন মোতাবেক অভিযুক্তকে আদালতে হাজির করে তাঁর সামনেই পলিগ্রাফ টেস্টের সম্মতি নিতে হয় । কিন্তু এক্ষেত্রে আদালতে আনারুল হোসেনের সম্মতি গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তাঁর আইনজীবী ৷ বিচারক অভিযুক্তদের সম্মতির জন্য এক বিচারককে নিয়োগ করেন । অতিরিক্ত সরকারি আইনজীবী সুরজিত সিনহা জানান, অভিযুক্ত 6 জনই পলিগ্রাফ টেস্টে রাজি হননি । আনারুলের নিয়োগ করা আইনজীবী এদিন আদালতে হাজির না থাকায় আগামী 13 এপ্রিল এ বিষয়ে ফের শুনানির নির্দেশ দেন বিচারক ৷