পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rampurhat Massacre Case : আনারুল-সহ আটজনের পলিগ্রাফ টেস্টের আবেদন খারিজ, সিবিআই হেফাজতে মুম্বই থেকে ধৃত 4

অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ 8 জনের পলিগ্রাফ টেস্টের আবেদন খারিজ করল রামপুরহাট আদালত (Court rejects polygraph test of 8 accused in Rampurhat massacre case) ৷ রামপুরহাট মহকুমা আদালতের কাছে অভিযুক্ত 8 জনের পলিগ্রাফ টেস্টের আবেদন করেছিল সিবিআই ৷

Rampurhat Massacre Case
আনারুল-সহ আটজনের পলিগ্রাফ টেস্টের আবেদন খারিজ, সিবিআই হেফাজতে মুম্বই থেকে ধৃত 4

By

Published : Apr 8, 2022, 10:54 PM IST

Updated : Apr 9, 2022, 8:26 AM IST

রামপুরহাট , 8 এপ্রিল : রামপুরহাট গণহত্যার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ 8 জনের পলিগ্রাফ টেস্টের আবেদন খারিজ করল রামপুরহাট আদালত (Court rejects polygraph test of 8 accused in Rampurhat massacre case) ৷ রামপুরহাট মহকুমা আদালতের কাছে অভিযুক্ত 8 জনের পলিগ্রাফ টেস্টের আবেদন করে সিবিআই ৷ শুক্রবার সেই বিষয়ে শুনানি হয় । আনারুলের পক্ষে আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, শীর্ষ আদালতের বিধি মেনে পলিগ্রাফ পরীক্ষার আবেদন করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাই বিচারকের কাছে পলিগ্রাফ পরীক্ষার বিরোধিতা করেন তিনি (Rampurhat Massacre Case) ৷

আইন মোতাবেক অভিযুক্তকে আদালতে হাজির করে তাঁর সামনেই পলিগ্রাফ টেস্টের সম্মতি নিতে হয় । কিন্তু এক্ষেত্রে আদালতে আনারুল হোসেনের সম্মতি গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তাঁর আইনজীবী ৷ বিচারক অভিযুক্তদের সম্মতির জন্য এক বিচারককে নিয়োগ করেন । অতিরিক্ত সরকারি আইনজীবী সুরজিত সিনহা জানান, অভিযুক্ত 6 জনই পলিগ্রাফ টেস্টে রাজি হননি । আনারুলের নিয়োগ করা আইনজীবী এদিন আদালতে হাজির না থাকায় আগামী 13 এপ্রিল এ বিষয়ে ফের শুনানির নির্দেশ দেন বিচারক ৷

আরও পড়ুন : এবার ভাদু শেখ খুনের তদন্তভারও সিবিআইয়ের হাতে

পাশাপাশি তৃণমূল নেতা আনারুল হোসেনকে 21 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ এদিন আনারুলের জামিনের পক্ষে সওয়াল করেন হাইকোর্টের আইনজীবী অনির্বান গুহঠাকুরতা ৷ তা খারিজ হয়ে যায় ৷ এদিকে রামপুরহাট কাণ্ডে মুম্বই থেকে ধৃত 4 অভিযুক্তকে তোলা হয় রামপুরহাট মহকুমা আদালতে । ধৃতদের নাম বাপ্পা শেখ, সাবু শেখ, সিরাজুল ইসলাম এবং তাজ মহম্মদ । মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে মুম্বই থেকে এই 4 জনকে গ্রেফতার করা হয় । সেখান থেকে শুক্রবার বিকেলে তাদের আদালতে তোলা হলে বিচারক চারজনেরই 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

Last Updated : Apr 9, 2022, 8:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details