শান্তিনিকেতন, 30 জানুয়ারি : বিশ্বভারতীর ঐতিহ্য ধরে রাখা যয়নি ৷ খোদ উপাচার্যের মুখে শোনা গেল এই ক্ষোভের কথা ৷ আজ রামকিঙ্কর মঞ্চে 'ভুল রাস্তা' শীর্ষক একটি নাটক শেষে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, "যে বিশ্বভারতী ছিল সেই বিশ্বভারতীকে আমরা রাখতে পারিনি ৷’’
গত কয়েক মাস ধরে বেশ কিছু ঘটনায় সংবাদ শিরনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এমনকী, বিশ্বভারতীকে ঘিরে রাজ্য-কেন্দ্র দ্বন্দ্বও চরমে । এছাড়া, বিশ্বভারতীর ঐতিহ্য নষ্ট হচ্ছে, রবীন্দ্র আদর্শ থেকে সরে যাচ্ছে বিশ্বভারতী উঠেছে এমনও অভিযোগ । সরব হয়েছেন আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনী, শিক্ষা মহলের একটা বড় অংশ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বোলপুর সফরে এসে প্রকাশ্যে উপাচার্যের বিরুদ্ধে নিন্দার সুর চড়িয়েছিলেন ।