পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা সতর্কতা : রামপুরহাট পৌরসভায় বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব

কোরোনা ভাইরাস নিয়ে সতর্কতা ৷ রামপুরহাট পৌরসভার কাউন্সিলর-সহ 25 জন যুবককে জরুরি অবস্থার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব পৌরপিতার ৷

rampurhat
rampurhat

By

Published : Mar 19, 2020, 10:57 AM IST

রামপুরহাট, 19 মার্চ : কোরোনা ভাইরাসের সতর্কতা নিয়ে রামপুরহাট পৌরসভায় আলোচনা সভা । আলোচনায় উপস্থিত ছিলেন পৌরপিতা অশ্বিনী তিওয়ারি, উপ পৌরপতি সুকান্ত সরকার ৷ ছিলেন ও সাস্থ্য দপ্তরের আধিকারিকরা ।

গতকালের বৈঠকে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত সতর্কতা মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয় ৷ সেই সঙ্গে সেগুলি কার্যকর করার জন্যও সমস্ত কাউন্সিলরদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন পৌরপতি । বৈঠকে কাউন্সিলর-সহ 25 জন যুবককে জরুরি অবস্থার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দেন তিনি । এই প্রস্তাবে কাউন্সিলরা সম্মতি দেন৷

রামপুরহাট পৌরসভার পৌরপিতা অশ্বিনী তিওয়ারি জানান, "আমার সঙ্গে রামপুরহাট CMOH-এর কথা হয়েছে । কাউন্সিলররা নিজের ওয়ার্ডের 25 জন যুবক ঠিক করলেই আমি তাঁদের ট্রেনিং এর ব্যবস্থা করবো ।" রামপুরহাট 12 ওয়ার্ড কাউন্সিলর জানান, "পৌরপিতা নির্দেশ দিয়েছেন, আমরা তা যথাযথ পালন করব।"

ABOUT THE AUTHOR

...view details