পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা: বন্ধ পাথরচাপুড়ির দাতাবাবার শতাব্দীপ্রাচীন মেলা - religion

কোরোনা ভাইরাসের আতঙ্কে এবার বন্ধ হয়ে গেল শতাব্দীপ্রাচীন বীরভূমের পাথরচাপুরি মেলা। 23 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত পাথরচাপুরিতে দাতাবাবার এই মেলা হওয়ার কথা ছিল।

muslim
দাতাবাবার শতাব্দীপ্রাচীন মেলা

By

Published : Mar 17, 2020, 11:32 PM IST

সিউড়ি, 17 মার্চ: কোরোনা ভাইরাস আতঙ্কে বন্ধ হল শতাব্দীপ্রাচীন বীরভূমের পাথরচাপুড়ি মেলা। 23 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত পাথরচাপুড়িতে দাতাবাবার এই মেলা হওয়ার কথা ছিল। কোরোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে দীর্ঘ তিন ঘণ্টার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এবার হচ্ছে না এই মেলা।
প্রতিবছর দাতাবাবার মাজারে চাদর চড়াতে বহু মানুষ আসেন বীরভূমের এই পাথরচাপুড়িতে। বীরভূম জেলা ছাড়াও রাজ্য ও রাজ্যের বাইরে থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মেলাতে। এমনকি, বাংলাদেশ, আরব, ইরান প্রভৃতি দেশ থেকেও মানুষজন আসেন মেলায়। চাদর চড়িয়ে নিজেদের মনস্কামনা পূরণের আর্জি জানান ভক্তরা। বহু মানুষের সমাগমে কোরোনা ভাইরাস সংক্রমিত হতে পারে, এমন আশঙ্কায় এবার বন্ধ হয়ে গেল শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী এই মেলা।


এদিন বীরভূম জেলা শাসক মৌমিতা গোদারা বসুর তত্ত্বাবধানে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, পাথরচাপুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নইমুদ্দিন সাম, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ-সহ অন্যান্য আধিকারিকরা। দীর্ঘ তিন ঘণ্টা বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় এবার বন্ধ রাখা হচ্ছে মেলা। তবে ধর্মীয় রীতিনীতি যথারীতি পালিত হবে।
23 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত এই মেলা হওয়ার কথা ছিল। পাথরচাপুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নইমুদ্দিন সাম বলেন, "মেলা কমিটি-সহ সকলকে নিয়ে আমরা আলোচনা করেছি। কোরোনা ভাইরাসের কথা মাথায় রেখে এবার মেলা বন্ধ রাখা হচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details